Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দিল্লি-মুম্বাইয়ে সতর্কতা জারি

| প্রকাশের সময় : ২৮ মে, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারতের দিল্লি, মুম্বাইয়ের মতো বড় বড় শহর বা পাঞ্জাব ও রাজস্থানের মতো সীমান্ত প্রদেশে জঙ্গি হামলার আশঙ্কা করছে দেশটির গোয়েন্দা সংস্থাগুলো। এ বিষয়ে দিল্লি ও মুম্বাইয়ে সতর্কতা জারি করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে। গোয়েন্দা সংস্থাগুলো জানিয়েছে, সীমান্ত পেরিয়ে পাকিস্তান থেকে জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়্যবার ২০-২১ জন সদস্য ভারতে প্রবেশ করেছে। তারপর তারা ছোট ছোট দলে ভাগ হয়ে বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) ওই সন্দেহভাজন জঙ্গিদের প্রশিক্ষণ দিয়েছে বলে অভিযোগ ভারতীয় গোয়েন্দাদের। ওই সন্দেহভাজন জঙ্গিরা দিল্লি, মুম্বাইয়ের মতো নগরী ছাড়াও সীমান্তবর্তী পাঞ্জাব ও রাজস্থান রাজ্যে হামলা চালাতে পারে বলে ভারতের গোয়েন্দা সংস্থা ও পুলিশ সতর্কতা জারি করেছে। গোয়েন্দা সংস্থাগুলো জানিয়েছে, সন্দেহভাজন জঙ্গিরা জনবহুল এলাকায় মধ্যমাত্রার বিস্ফোরণ ঘটাতে পারে। তারা আত্মঘাতী হামলাও চালাতে পারে। দেশটির গোয়েন্দাসংস্থাগুলো গতকাল শনিবার এ সতর্কতা জারি করে বলেছে, সীমান্ত এলাকা পাঞ্জাব ও রাজস্থানেও হামলা হতে পারে। এ তথ্যের পরিপ্রেক্ষিতে দিল্লি পুলিশের বিশেষ সেল সতকর্তা জারি এবং করেছে। নিরাপত্তা জোরদারের পাশাপাশি রেলওয়ে স্টেশন, বিমানবন্দর, পর্যটকদের কাছে জনপ্রিয় হোটেল, জনবহুল বাজার, ধর্মীয় বিশেষ স্থান ও স্টেডিয়ামসমূহে সতর্ক দৃষ্টি রাখতে বলা হয়েছে। টাইমস অব ইন্ডিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ