প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বলিউডের একসময়ের প্রথম সারির অভিনেত্রী উর্মিলা মাতন্ডকর দেরিতে হলেও শেষ পর্যন্ত বিয়ে করেছেন। কাশ্মীরভিত্তিক ব্যবসায়ী মোহসিন আখতার মিরের সঙ্গে তার শুভ পরিণয় হয়েছে।
মোহসিন এখন পুরো ব্যবসায়ী, তবে এক সময় তিনি মডেলিং ও অভিনয়ও করেছেন। প্রীতি জিনতার সঙ্গে ২০০৭ সালে তিনি রেক্সোনা অ্যান্টি-পার্সপিরেন্ট ডিওডরেন্টের বিজ্ঞাপনেও অংশ নিয়েছিলেন। এছাড়া তিনি একটি চলচ্চিত্রে ছোট ভূমিকায় অভিনয়ও করেছেন।
৪২ বছর বয়সী উর্মিলার নিজের বাসভবনে একেবারে নিভৃতে তাদের বিয়ে হয়েছে বলে জানা গেছে। ভারতের শীর্ষ ডিজাইনার মনীষ মালহোত্রাসহ বর ও কনের অল্প কয়েকজন বন্ধুবান্ধবই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিল।
গত বৃহস্পতিবার অনুষ্ঠিত বিয়ের আনুষ্ঠানিকতা সম্পর্কে তেমন কিছু প্রকাশ না করে উর্মিলা বলেছেন, “আমরা বিয়ের আনুষ্ঠানিকতাকে শুধু আমাদের অল্প কয়েকজন আত্মীয় আর বন্ধুর মাঝে সীমিত রেখেছি। আমাদের পরিবারের সদস্যরা বিয়ে একেবারে স্বল্প পরিসরে করার সিদ্ধান্ত নেয়াতে আমরা ঠিক সেভাবেই কাজ করেছি। এই যাত্রাতে আমরা সবার আশীর্বাদ চাই।”
১৯৮০ সালে শিশুশিল্পী হিসেবে উর্মিলার অভিনয়ে অভিষেক হয়। ১৯৮৩ সালের ‘মাসুম’ চলচ্চিত্রে তার পরিচিতি বিস্তৃত হয়। পরিণত বয়সে তিনি ‘রঙ্গিলা’, ‘সত্য’, ‘মাস্ত’ এবং ‘পেয়ার তুনে কেয়া কিয়া’র মত চলচ্চিত্রে অভিনয় করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।