বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গোপালগঞ্জ জেলা সংবাদদাতা : গোপালগঞ্জে এলজিইডির জলবায়ু সহনীয় গ্রামীন অবকাঠামো প্রকল্পে জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দুঃস্থ ৫ হাজার নারীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। বাংলাদেশ সরকার ও ডেনমার্ক সরকারের অর্থায়নে গোপালগঞ্জে ৫ বছরের জন্য এ প্রকল্পের কাজ এগিয়ে চলছে। দারিদ্রতা বিমোচনের লক্ষ্যে এ সব মহিলাদের প্রশিক্ষণ দিয়ে চুক্তিবদ্ধ শ্রমিক দল গঠন করা হয়েছে। তার প্রকল্পের আওতায় রাস্তা, কালভাট, মাটির কাজ সহ জলবায়ু সহনীয় গ্রামীন অবকাঠামে উন্নয়নে কাজ করছেন। কাজ শেষে তাদের উপার্জিত অর্থ প্রত্যেককে সমান ভাবে ভাগ করে দেয়া হবে। টুঙ্গিপাড়া উপজেলার বাসুড়িয়া গ্রামে জলবায়ূ সহনীয় গ্রামীন অবকাঠামে প্রকল্প বাস্তবায়ন গ্রæপের চেয়ারম্যান পিঞ্জিরা বেগম বলেন, প্রশিক্ষণ নিয়ে আমরা চুক্তিবদ্ধ হয়ে ৯ লাখ ৯৩ হাজার ১শ’ ২৯ টাকা ব্যয়ে মাটির রাস্তার কাজ শুরু করেছি। এ রাস্তা বিগত ৩০ বছরের বন্যার পানির উচ্চতা থেকে অন্তত ২ ফুট বেশি উচু করা হচ্ছে। প্রকল্প থেকে আমাদের ব্যাংক হিসাবে টাকা দেয়া হয়েছে। আমরা এখান থেকে প্রতিদিন জীবিকা নির্বাহে খোরাকির টাকা নিচ্ছি। কাজ শেষে লাভের টাকা সবাই সমানভাবে ভাগ করে নেব। প্রকল্পের ডিটিএ মোঃ আবুল কালাম বলেন, জলবায়ূ পরিবর্তনে ঝুঁকির মধ্যে বসবাসকারী অতি দরিদ্র মহিলাদের টেকসই কর্মসংস্থানের ব্যবস্থা করতেই গোপালগঞ্জে এ প্রকল্প শুরু করা হয়েছে। জেলার ৫ উপজেলায় ৫০ টি গ্রæপে অন্তত ৫ হাজার নারী এখানে কাজ করার সুযোগ পাবেন। প্রত্যেক গ্রæপকে ৪ মাস আনুষ্ঠানিক শিক্ষা দেয়া হবে। তাদের আত্মকর্ম সংস্থান সৃষ্টিতে কৃষকরে মাঠ স্কুলে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। যাতে তারা তাদের উপার্জিত অর্থ দিয়ে ভবিষ্যতে আয় বর্ধক কাজ করতে পারেন। এ প্রকল্পের মাধ্যমে তাদের ক্ষমতায়ন ও উপার্জনক্ষম করে তোলা হবে। এ প্রকল্পের সুবাদে তারা অর্থনৈতিক ও সামাজিক মুক্তি পাবে। পাশাপাশি তারা জলবায়ূ পরিবর্তনের ঝুঁকি থেকে নিজেদের রক্ষা করতে পারবে। গোপালগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী এ কে ফজলুল হক বলেন, জলবায়ূর ঝুঁকিতে থাকা অতি দরিদ্র পরিবারকে সুরক্ষা দিতে বাংলাদেশ ও ডেনমার্ক সরকার এ প্রকল্প গ্রহণ করেছে। এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে নারীরা জলবায়ু সহনশীল গ্রামীন অবকাঠামো উন্নয়নে ভ‚মিকা রাখবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।