নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : সিঙ্গেলস ওয়ার্ল্ড কাপ খেলতে জার্মানি যাচ্ছে বাংলাদেশ টেবিল টেনিস (টিটি) দল। সাত সদস্যের বাংলাদেশ দলে পাঁচ খেলোয়াড় ও দুইজন কর্মকর্তা রয়েছেন। এরা হলেন: কর্মকর্তা- খোন্দকার হাসান মুনীর ও মনিরা মোর্শেদ হেলেন এবং খেলোয়াড়- মাসুদ রানা পরাগ, মাহবুব বিল্লাহ ও মানস চৌধুরী, মহিলাদের রহিমা আক্তার ও মৌমিতা আলম রুমি। একক, দ্বৈত ও মিশ্র দ্বৈত- এই তিনটি ইভেন্টে খেলবেন খেলোয়াড়রা। জার্মানীর ডুসেলডর্ফে ২৯ মে থেকে ৫ জুন পর্যন্ত অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। বাংলাদেশের খেলোয়াড়দের যাতায়াত খরচ যোগান দিচ্ছে তাদের নিজ নিজ সংস্থা। মাহবুব বিল্লাহ ও রহিমাকে সেনাবাহিনী এবং পরাগ ও মানসের পৃষ্ঠপোষকতা করছে তাদের সংস্থা বাংলাদেশ আনসার। আর মৌমিতা আলম রুমি কোন সংস্থার খেলোয়াড় নন বলে তার খরচ দিচ্ছেন টেবিল টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক খোন্দকার হাসান মুনীর। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এসব টুর্নামেন্টে খেলতে পারলে এশিয়ান টেবিল টেনিস ও বিশ্ব টেবিল টেনিসে খেলোয়াড়দের মান বাড়ে। তাদের খেলার অনেক উন্নতি হয়। আমাদের পৃষ্ঠপোষকতার অভাব সব সময়ই রয়েছে। তারপরও আমরা চেষ্টা করি খেলোয়াড়দের বিদেশে খেলার সুযোগ করে দেয়ার। এবার তাদের নিজস্ব কর্মসংস্থানের প্রতিষ্ঠান এগিয়ে এসেছে। এ জন্য আমরা বাংলাদেশ সেনাবাহিনী ও আনসারের কাছে কৃতজ্ঞ।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।