Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাকিস্তানকে দিয়ে ‘শুরু’ বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি

| প্রকাশের সময় : ২৭ মে, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : চ্যাম্পিয়ন্স ট্রফির মূল লড়াইয়ে নামার আগে নিজেদের প্রথম প্রস্তুতিমূলক ম্যাচে আজ পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। বার্মিংহামে বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায় শুরু হবে ম্যাচটি। আয়ারল্যান্ডে ক্রিদেশীয় সিরিজে সুখস্মৃতি নিয়ে পাকিস্তানের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। টুর্নামেন্টে রানার্স-আপ হওয়া ছাড়াও, সিরিজের ষষ্ঠ ও শেষ ম্যাচে বিশ্বকাপ রানার্সআপ নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারায় মাশরাফির দল। এই জয়ে ওয়ানডে র‌্যাংকিং-এর ষষ্ঠ স্থানে উঠে আসে বাংলাদেশ দল। ফুরফুরা মেজাজে থেকেই পাকিস্তানের বিপক্ষে লড়াইয়ে নামবে বাংলাদেশ। এর পর ৩০ মে ভারতের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে বাংলাদেশ।
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এই দু’টি প্রস্তুতিমূলক ম্যাচকে গুরুত্বপূর্ণ মনে করছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এএফপি’কে দেয়া এক সাক্ষাৎকারে মাশরাফি বলেন, ‘প্রস্তুতি ম্যাচ দু’টি খুবই গুরুত্বপূর্ণ। এখানকার (আয়ারল্যান্ড) চেয়ে ইংল্যান্ডের উইকেট সম্পূর্ণ ভিন্ন। তবে ভারত ও পাকিস্তানের মতো দলের বিপক্ষে দু’টি প্রস্তুতি ম্যাচে আমরা একটা ধারণা পাব (উইকেটের ব্যাপারে)। সুতরাং প্রস্তুতি ম্যাচ দু’টিও আমাদের জন্য বড় ম্যাচ।’
আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজটাকে ভাবা হচ্ছিল চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি হিসেবে। সেই হিসেবে বাংলাদেশের প্রস্তুতিটা ভালোই হয়েছে। নিউজিল্যান্ডকে প্রথমবার দেশের বাইরে হারানোটা বাংলাদেশকে বাড়তি আত্মবিশ্বাসই জোগাবে।
চ্যাম্পিয়নস ট্রফিতেও বাংলাদেশের গ্রæপে আছে নিউজিল্যান্ড। ত্রিদেশীয় সিরিজ নিয়ে মাশরাফি বলেন, ‘আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে আমাদের জয় হাতছাড়া হয়েছে (বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত)। জয় হাতছাড়া হয়েছে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচেও, যদিও বেশ প্রতিদ্ব›িদ্বতা হয়েছে। তবে শেষ দুটি ম্যাচে আমরা খুব ভালো খেলেছি। এই মুহূর্তে দলের আত্মবিশ্বাস অনেক ওপরে।’
দলের অভিজ্ঞতা নিয়ে অধিনায়কের মূল্যায়ন, ‘মাহমুদউল্লাহ খুবই অভিজ্ঞ। আপনি অভিজ্ঞতা কিনতে পারেন না, আমাদের ব্যাটিং বিভাগে আছে তামিম, সাকিব। যদিও সাকিব খুব ভালো ফর্মে নেই, কিন্তু আমি নিশ্চিত, সে স্বরূপে ফিরবে। মুশি (মুশফিক) ও মাহমুদউল্লাহ খুব ভালো ফর্মে আছে। আশা করছি, আমরা আরও ভালো করবো।’
প্রস্তুতি ম্যাচ শেষে আগামী পহেলা জুন, চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী দিন লন্ডনের কেনিংটন ওভালে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপের পর দ্বিতীয় মর্যাদাকর আসর চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের মিশন শুরু করবে বাংলাদেশ। ‘এ’ গ্রæপে বাংলাদেশের পরবর্তী দু’টি ম্যাচ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে, আগামী ৫ ও ৯ জুন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ