Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দীর্ঘতম সেতু উদ্বোধন করলেন মোদি

| প্রকাশের সময় : ২৭ মে, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুক্রবার দেশের দীর্ঘতম ধলা-সাদিয়া সেতুর উদ্ধোধন করেছেন। চীন সীমান্তের কাছে ব্রহ্মপুত্র নদীর ওপর ৯.১৫ কি.মি দীর্ঘ ও তিন লেনবিশিষ্ট এই সেতুর উদ্বোধনের ফলে দেশটির আসম ও অরুণাচল রাজ্যের মধ্যে যাতায়তের সময় ৫ ঘণ্টা কমে আসবে। শুক্রবার আসমের পূর্বাঞ্চলীয় তিনসুকিয়া জেলায় এই সেতু উদ্বোধনের মধ্যদিয়ে মোদি সরকার তৃতীয় বর্ষপূর্তি উদযাপন শুরু করলো। শুধু আসম-অরুণাচলের মধ্যে যাতায়াতের সময় কমে যাওয়া নয়, প্রতিরক্ষা ক্ষেত্রেও এই সেতুর বিশেষ গুরুত্ব রয়েছে। এই সেতুর ওপর দিয়ে ৬০ টন ওজনের ব্যাটল ট্যাঙ্কও চলাচল করতে পারবে। ধলা ও সাদিয়া ব্রহ্মপুত্রের দুই পারের দুই অঞ্চল। এই দুই অঞ্চলের মধ্যে সেতটিু সংযোগ স্থাপন করলো। ২০১১ সালে সেতুটি তৈরির কাজ শুরু হয়েছিল। কেন্দ্রে তখন ইউপিএ সরকার ছিলো। সেতু তৈরিতে প্রায় ৯৫০ কোটি টাকা ব্যয় হয়েছে। সেতুটি এমনভাবেই তৈরি করা হয়েছে যাতে প্রয়োজনে এর ওপর দিয়ে ভারতীয় সেনাবাহিনীর বিশাল ব্যাটল ট্যাঙ্কগুলো দ্রæত চীন সীমান্তের দিকে রওনা দিতে পারে। সিনহুয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ