মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও হোয়াইট হাউসের শীর্ষ উপদেষ্টা জেরার্ড কুশনারের সঙ্গে ট্রাম্পের নির্বাচনী প্রচারনা ও রাশিয়ার যোগসাজশ নিয়ে তদন্ত করছে গোয়েন্দা সংস্থা এফবিআই। গত বৃহস্পতিবার বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, তদন্তকারীরা গত বছর প্রেসিডেন্ট ট্রাম্পের হোয়াইট হাউজে ক্ষমতা হস্তান্তরের সময় কুশনারের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূত সের্গেই কিসলিয়াক এবং রাশিয়ার একজন উর্ধ্বতম ব্যাংক কর্মকর্তার বৈঠকের ব্যাপারে তদন্ত করে দেখছে। গত সপ্তাহে ওয়াশিংটন পোস্ট পত্রিকায় একটি প্রতিবেদনে বলা হয়েছিল, প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ একজন হোয়াইট হাউজ কর্মকর্তাকে তদন্ত করা হবে। তবে সেখানে জেরের্ড কুশনার এর নাম উল্লেখ করা হয়নি। তবে তদন্তকারীদের বিশ্বাস, কুশনারের কাছে তদন্ত সংশ্লিষ্ট উল্লেখযোগ্য তথ্য রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তার বরাত দিয়ে এনবিসি নিউজ জানিয়েছে, কুশনারের বিষয়ে তদন্ত কর্মকর্তাদের আগ্রহ মানে এই নয় যে, তদন্তকারীরা তাকে কোনো অপরাধের জন্য সন্দেহ করছেন কিংবা তার বিরুদ্ধে কোনো অভিযোগ গঠনের অভিপ্রায় রয়েছে। এদিকে, কুশনারের আইনজীবী জানিয়েছেন, তার মক্কেল যে কোনো ধরণের তদন্তে সহযোগিতা করবেন। এনবিসি, বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।