Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিমানের ধ্বংসাবশেষ

| প্রকাশের সময় : ২৭ মে, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : অবশেষে খোঁজ মিলল মাঝ আকাশে হারিয়ে যাওয়া ভারতীয় যুদ্ধবিমানের। গত ২৩ মে চীনের সীমান্তবর্তী এলাকা থেকে নিখোঁজ হয়ে যায় ওই সুখোই ফাইটার জেট। তবে ওই বিমানে থাকা দুই পাইলটের সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। চীন সীমান্তের কাছ থেকে ওই বিমানটির ধবংসাবশেষ উদ্ধার করা হয়েছে বলে ভারতের বায়ুসেনা জানিয়েছে। আসামের তেজপুরের এয়ারবেস থেকে উড়েছিল বিমানটি। এরপর চীন সীমান্তের কাছে সেটি হারিয়ে যায়। বিমানে ছিলেন একজন স্কোয়াড্রন লিডার ও একজন ফ্লাইট লেফট্যানেন্ট। উদ্ধারকাজ চালানোর সময় একটি ঘন জঙ্গলে পাওয়া যায় ওই বিমান। সকাল সাড়ে ১০টার দিকে উড়ে যায় বিমানটি। রেডিও কানেকশন, রাডার-সব সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ওই এয়ারক্রাফটকে খুঁজতে বড়সড় সার্চ অপারেশন শুরু করে বায়ুসেনা। আকাশে পাঠানো হয় বিশেষ ফ্লাইং টিম। সকাল ১১ টার দিকে শেষবার খোঁজ পাওয়া যায় ওই এয়ারক্রাফটের। তেজপুর থেকে ৬০ কিলোমিটার দূরে গিয়ে নিখোঁজ হয়ে যায় সুখোই বিমানটি। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ