Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

ফ্লোরিডায় দুই রুমমেটকে হত্যার অভিযোগ

| প্রকাশের সময় : ২৭ মে, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ফ্লোরিডার এক নওমুসলিমের ধর্ম বিশ্বাসে আঘাত করায় তার দুই রুমমেটকে হত্যা করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার সন্ধ্যায় ১৮ বছর বয়সী নওমুসলিম যুবক ডেভন আর্থারকে গ্রেপ্তার করে বলে পুলিশ জানিয়েছে। পুলিশের বলছে, হত্যাকাÐের শিকার জেরেমি হিমেলম্যান (২২) ও অ্যান্ড্রু ওনেসচুক (১৮) কে গুলিবিদ্ধ অবস্থায় তাদের লাশের উপরের অংশ ও মাথা খুঁজে পাওয়া গেছে। আর্থার বলেছিলেন, তিনি এবং ওই যুগল একটি সাধারণ নব্য নাৎসি বিশ্বাসে বিশ্বাসী ছিলেন কিন্তু স¤প্রতি তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। সন্দেহভাজন হত্যাকারী বলেন, হিমেলমান ও ওনেশুক তার নতুন ধর্ম বিশ্বাসকে অপমান করতো। তিনি আরো বলেন, বিশ্বব্যাপী মুসলিম বিরোধী প্রতিক্রিয়া সম্পর্কেও তিনি উদ্বিগ্ন ছিলেন । তবে স্থানীয় পুলিশ বলছে, এটি সুস্পষ্ট নয় যে, এই তিনজন কতদিন একসঙ্গে বাস করতেন এবং আর্থারের ধর্মান্তরিত হওয়া ও সহিংসতা ঘটনার মধ্যকার সময় কত ছিল। আর্থার দুটি হত্যাকান্ড, দুটি উত্তেজিত হামলা এবং তিনটি সশস্ত্র অপহরণ অভিযোগর মুখোমুখি। কর্তৃপক্ষ আরো বলেছে , ব্র্যান্ডন রাসেল নামে আরেকজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু তার বিরুদ্ধে আনীত অভিযোগগুলি উল্লেখ করা হয়নি। নিউইয়র্ক ডেইলি নিউজ, ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ