Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্রাজিলে হাজারো মানুষের বিক্ষোভ

| প্রকাশের সময় : ২৭ মে, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : প্রেসিডেন্ট মিচেল তেমের পদত্যাগের দাবিতে ব্রাজিলের বিভিন্ন শহরে ব্যাপক বিক্ষোভ হয়েছে। বিক্ষোভের ফলে সহিংসতা ছড়িয়ে পড়েছে রাজধানী ব্রাসিলিয়ায়। হাজারো মানুষের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল থেকে অগ্নিসংযোগ করা হয়েছে দেশটির কৃষি মন্ত্রণালয়সহ বেশ কয়েকটি সরকারি ভবনে। এর জেরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীতে সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট। গত সপ্তাহে দুর্নীতির বিষয়ে মুখ বন্ধ রাখতে এক সাক্ষীকে ঘুষ দেয়ার অভিযোগ উঠে তেমেরের বিরুদ্ধে। এরপর থেকে তার পদত্যাগের দাবিতে পথে নামেন দেশটির মানুষ। দাবি তোলেন আগাম নির্বাচনের এবং তেমারের অর্থনৈতিক সংস্কার পরিকল্পনা বাতিলের। চলমান বিক্ষোভ ছড়িয়ে পড়ে ব্রাসিলিয়াসহ পুরো দেশে। গত বুধবার রাজধানীতে বিক্ষোভে অংশ নেন অন্তত ৩৫ হাজার মানুষ। সংঘর্ষ হয় পুলিশের সঙ্গে। এক পর্যায়ে কৃষি মন্ত্রণালয়সহ বেশ কয়েকটি সরকারি দপ্তরে আগুন দেন বিক্ষোভকারীরা। এর পাশাপাশি দেশটির কংগ্রেস অভিমুখে মিছিল করেন অন্তত ১০ হাজার বিক্ষোভকারী। এ ঘটনার পরপরই ব্রাসিলিয়ার আইন-শৃঙ্খলার নিয়ন্ত্রণ নিতে ফেডারেল বাহিনীকে নির্দেশ দেন প্রেসিডেন্ট তেমের। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ