Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

কৃষি জমির মালিকদের কাছেই গরু বিক্রি করা যাবে

ভারতে গো-হত্যা রোধে এবার নতুন নিয়ম চালু

| প্রকাশের সময় : ২৭ মে, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : গোহত্যা বন্ধ করতে এবার নতুন নিয়ম করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। এখন থেকে শুধুমাত্র কৃষি জমির মালিকদের কাছেই গরু বিক্রি করা যাবে। পশু সংক্রান্ত ব্যাবসার ক্ষেত্রে এই নতুন নিয়ম চালু করা হয়েছে। আর এই নতুন নিয়মেই বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-এর কেন্দ্রীয় সরকার দলীয় নীতিকে কার্যকর করার উদ্যোগ নিল। গো নিরাপত্তা সংক্রান্ত প্রথম কেন্দ্রীয় রেগুলেশনেকে সামনে রেখে, পশু নিরাপত্তার নামে বৃহস্পতিবার এক নেটিশ জারি করা হয়। এর নেপথ্যে রয়েছে ভারত জুড়ে গোহত্যার অভিযোগে একের পর এক সহিংসতার ঘটনা। এক সর্বভারতীয় ইংরেজী সংবাদপত্রের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। কেন্দ্রের এই নতুন নিয়ম অনুযায়ী, গরু কেবলমাত্র তাদের কাছেই বিক্রি করা যাবে, যারা কৃষিজমির মালিক বা কৃষিকাজের সঙ্গে জড়িত। এজন্য প্রয়োজনীয় নথি না দেখাতে পারলে, গরুবিক্রি করা আইনত অপরাধ বলে মনে করা হবে। পাশপাশি, বাচ্চা পশু বা অসুস্থ পশুকে কিছুতেই বিক্রি করা যাবে না। এছাড়াও কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রণালয়ের নতুন নিয়ম অনুযায়ী, আন্তর্জতিক সীমান্তের কাছাকাছি (৫০ কিলোমিটার) ভারতের মধ্যে কোথাও পশু-হাট (বাজার) থাকলে সেখানেও বিক্রি করা যাবে না গবাদি পশু। পাশাপাশি, রাজ্যের বাইরে কোনো পশুকে নিয়ে যেতে গেলেও প্রশাসনের বিশেষ অনুমতি লাগবে। উল্লেখ্য, পয়লা এপ্রিল রাজস্থানে, এরপর আসামে গোহত্যাকে কেন্দ্র করে এমনিতেই সহিংসতা ছড়িয়ে পড়ে। এদিকে, বৃহস্পতিবার রাতেও গোরক্ষকদের তাÐবে উত্তাল হয়ে ওঠে উড়িষ্যার ভুবনেশ্বর স্টেশন। সব মিলিয়ে পরিস্থিতি কোনদিকে এগোয় এখন সেটাই দেখার। ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ