Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

যুদ্ধবাজ নীতিই হামলার জন্য দায়ী

ম্যানচেস্টার ঘটনার প্রতিক্রিয়ায় লেবার নেতা করবিন

| প্রকাশের সময় : ২৭ মে, ২০১৭, ১২:০০ এএম

 ইনকিলাব ডেস্ক : ব্রিটিশ লেবার পার্টির নেতা জেরেমি করবিন ম্যানচেস্টার হামলার জন্য তার নিজ দেশের যুদ্ধবাজ পররাষ্ট্রনীতিকেই দায়ী করেছেন। হামলার জন্য তিন দিন বিরতির পর শুরু হওয়া নির্বাচনি প্রচারণায় গতকাল শুক্রবার করবিন বলেন, আমাদের সরকার অন্য দেশে যে যুদ্ধ লড়ছে, বা সমর্থন করছে এবং এখানে যেভাবে সন্ত্রাসবাদকে মোকাবিলা করছে, তার জন্যই এমন হামলা চালানো হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে। করবিন বলেন, গোয়েন্দা ও নিরাপত্তা তথ্যের ভিত্তিতে তিনি এ সিদ্ধান্ত টেনেছেন। তবে কোনোভাবেই তিনি দায়ী ব্যক্তিদের ছাড় দেবেন না। তিনি বলেন, ওই হামলাকারীদের খুঁজে বের করা হবে এবং বিচারের সম্মুখীন করা হবে। ক্ষমতায় গেলে বিদেশে ব্রিটিশ যুদ্ধনীতির পরিবর্তন আনবেন বলেও জানান করবিন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সন্ত্রাসবাদ সম্পর্কে জানাবোঝা থাকাটা কার্যকর পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে জরুরি। এটি আমাদের জনগণের সুরক্ষার ক্ষেত্রে জরুরি। এটি সন্ত্রাসবাদকে মদদ দেওয়ার পরিবর্তনে তার বিরুদ্ধে লড়াইকে সামনে নিয়ে আসবে। তিনি আরও বলেন, আমাদের সাহসের সঙ্গে বলতে হবে, সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ কাজ করছে না। যেসব দেশ সন্ত্রাসবাদ জন্ম দিচ্ছে ও লালন-পালন করছে, সেসব দেশের কাছ থেকে সন্ত্রাসবাদের হুমকি কমাতে আমাদের আরও কার্যকর কোনও প্রক্রিয়া বের করতে হবে। ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মের বেপরোয়া কর্মকাÐের জন্যই তিনি পুলিশকে প্রয়োজনীয় আর্থিক সংস্থান যোগাতে ব্যর্থ হয়েছেন বলে করবিন অভিযোগ করেন। পুলিশের ব্যয় সংকোচন নীতির সমালোচনা করে করবিন বলেন, আমরা সস্তায় সুরক্ষা নিশ্চিত করতে পারি না। এ প্রসঙ্গে তিনি আরও বলেন, লেবার পার্টি ক্ষমতায় আসলে রাস্তায় আরও বেশি পুলিশ থাকবে। আর হত্যাকারীদের খুঁজে বের করতে নিরাপত্তা বাহিনীর আরও আর্থিক সংস্থানের প্রয়োজন হলে আমরা সেটাই করব। তিনি আরও বলেন, সব সন্ত্রাসী হামলা আটকে দেওয়াটা কোনও সরকারের পক্ষেই সম্ভব নয়। যদি কোনও ব্যক্তি এমন কিছু করতে দৃঢ় প্রতীজ্ঞ হয়, তাহলে তারা এমন কিছু করতেও পারে। উল্লেখ্য, করবিন আফইগানিস্তান, ইরাক বা লিবিয়া যুদ্ধের তীব্র সমালোচনা করে নিজের যুদ্ধবিরোধী অবস্থান সুদৃঢ়ভাবে আঁকড়ে ধরেছিলেন। ইনডিপেন্ডেন্স, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ