নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : শেখ রাসেল জাতীয় উশু চ্যাম্পিয়নশিপের পুরুষ বিভাগে বাংলাদেশ সেনাবাহিনী ও মহিলা বিভাগে বাংলাদেশ আনসার সেরার খেতাব জিতেছে। গতকাল বিকালে পল্টন ময়দান সংলগ্ন শেখ রাসেলে রোলার স্কেটিং কমপ্লেক্সে শেষ হওয়া টুর্নামেন্টের পুরুষ বিভাগে সেনাবাহিনী ছয়টি স্বর্ণ জিতে চ্যাম্পিয়ন, বিকেএসপি পাঁচটি সোনা জিতে রানার্সআপ এবং আনসার দু’টি সোনা জিতে তৃতীয় হয়। অন্যদিকে মহিলা বিভাগে ১০টি সোনা, একটি রুপা ও তিনটি ব্রোঞ্জ জিতে বাংলাদেশ আনসার চ্যাম্পিয়ন এবং সেনাবাহিনী পাঁচটি স্বর্ন, সাতটি রুপা ও পাঁচটি ব্রোঞ্জপদক জিতে রানার্সআপ হয়। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেনে উশু অ্যাসোসিয়েশনের সভাপতি ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. আবদুস সোবহান গোলাপ। এ সময় যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় এমপি ও জাতীয় ক্রীড়া পরিষদ সচিব আশোক কুমার বিশ্বাস উপস্থিত ছিলেন।
কারাতে প্রশিক্ষণ কর্মশালা শেষ
স্পোর্টস রিপোর্টার : বাংলাদেশ কারাতে ফেডারেশনের উদ্যোগে কারাতের মান উন্নয়ন, জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভাল ফলাফল অর্জনের লক্ষ্যে গতকাল জাতীয় ক্রীড়া পরিষদের জিমন্যাশিয়ামে দিনব্যাপী কারাতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত। দুপুরে প্রধান অতিথি থেকে এই কর্মশালার উদ্বোধন করেন জনপ্রশাসন মন্ত্রনালয়ের সিনিয়র সচিব ও ফেডারেশনের সভাপতি ড. মো েেমাজাম্মেল হক খান। এসময় উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক শেখ আলী আহসান বাদলসহ অন্যান্যরা। প্রশিক্ষণ কর্মশালায় ফেডারেশনের অন্তভুক্ত প্রায় ২৫০ জন প্রশিক্ষক ও প্রশিক্ষনার্থী (ছেলে ও মেয়ে) অংশ নেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।