Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টাইব্রেকার ভাগ্যে সেমিতে চট্টগ্রাম আবাহনী

| প্রকাশের সময় : ২৬ মে, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার :ফেডারেশন কাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে টাইব্রেকার ভাগ্যে জিতলো চট্টগ্রাম আবাহনী। আর এই জয় তাদের পৌঁছে দিলো টুর্নামেন্টের সেমিফাইনালে। গতকাল সন্ধ্যায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনী টাইব্রেকারে ৪-২ গোলে শেখ রাসেল ক্রীড়া চক্রকে হারিয়ে শেষ চার নিশ্চিত করে। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে অমিমাংসিত ছিলো।
কাল শুরু থেকেই দু’দল আক্রমণ-পাল্টা আক্রমণ করে খেলে ম্যাচকে উপভোগ্য করে তুলে। তবে প্রথমে গোল পায় শেখ রাসেলই। ম্যাচের ১০ মিনিটে প্রতিপক্ষের ডি-বক্সের বাইরে থেকে ফ্রি কিক নেন রাসেলের ডিফেন্ডার আতিকুর রহমান মিশু। তার শটের বল বক্সে পেয়ে হেড নেন নাইজেরিয়ান ডিফেন্ডার এলিটা বেনজামিন। বল যায় খালেকুর জামানের পায়ে। তিনি আচমকা শটে গোল করে দলকে এগিয়ে নেন (১-০)। তবে লিড বেশীক্ষণ ধরে রাখতে পারেনি শেখ রাসেল। দু’মিনিট পরই ম্যাচে সমতা আনে চট্টগ্রাম আবাহনী। ম্যাচের ১২ মিনিটে আবাহনী অধিনায়ক জাহিদ হোসেন গোল করেন (১-১)। এর পর দু’দলই বেশ ক’টি সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি। ফলে অমিমাংসিতভাবে শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই চট্টগ্রাম আবাহনী গোল পেতে মরিয়া ছিলো। ৫০ মিনিটে ডানপ্রান্ত থেকে জাহিদের ক্রস বক্সে লাফিয়ে উঠে হেড নেন ফরোয়ার্ড ওলাদ্বিপু। কিন্তু ততক্ষণে তাকে ঘিরে ধরেছেন রাসেলের তিন ডিফেন্ডার। ফলে বলে মাথা ছোঁয়াতেই পরেননি এই নাইজেরিয়ান। ৬৪ মিনিটে আবারো চেষ্টা করেন ওলাদ্বিপু। এসময় বামপ্রান্ত দিয়ে দুরন্ত গতিতে বল নিয়ে বক্সে ঢুকে শট নেন। কিন্তু প্রতিপক্ষ গোলরক্ষকের হাতে লেগে বল চলে যায় বাইরে। ৬৯ মিনিটে গোলের দারুণ এক সুযোগ হাতছাড়া হয়েছে বন্দর নগরীর দলটির। বামপ্রান্ত থেকে মাপা শটে বক্সে বল ফেলেছিলেন জাহিদ। কিন্তু বল পেয়েও তা বাইরে মারেন তৌহিদুল আলম সবুজ। ফরোয়ার্ডদের এমন ব্যর্থাতেই বার বার গোল বঞ্চিত হয় চট্টগ্রাম আবাহনী। শেখ রাসেলও পাল্টা আক্রমণে গেছে। তবে গোল হওয়ার মতো তেমন সুযোগ সৃষ্টি করতে পারেনি তারা। ফলে অমিমাংসিতভাবে শেষ হয় নির্ধারিত ৯০ মিনিটের খেলা। ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। এই সময়েও আর কোন গোল না হওয়ায় ফলাফল নির্ধারণ হয় টাইব্রেকারে। টাইব্রেকারে গোল করেন চট্টগ্রাম আবাহনীর এলিসন, মাসুক মিয়া জনি, সোহেল রানা, তৌহিদুল আলম সবুজ। অন্যদিকে শেখ রাসেলের দাউদা ও বিশ্বনাথ ঘোষ গোল করলেও ব্যর্থ হন সজিব ও রাব্বী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ