Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আলোচনার টেবিলে ভারত-পাকিস্তান সিরিজ

| প্রকাশের সময় : ২৬ মে, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : সূচী অনুযায়ী ২০১৫ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত ছয়টি দ্বিপাক্ষিক সিরিজ হওয়ার কথা ভারত ও পাকিস্তানের মধ্যে। কিন্তু নানান তালবাহনায় এখনো পর্যন্ত কোন সিরিজই মাঠে গড়ায়নি। এ নিয়ে দফায় দফায় আলোচনাও হয় দুদেশের ক্রিকেট বোর্ডের মধ্যে। কিন্তু ইতিবাচক ফল মেলনি। খবর অনুযায়ী আগামী ২৯ মে দুবাইয়ে আবারো আলোচনায় বসছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
পাকিস্তানের তত্ত¡াবধনে ২০১৫ সালে হওয়ার কথা ছিল দুদলের মধ্যকার প্রথম সিরিজ। দীর্ঘদিন ধরে ঘরের মাঠে নির্বাসিত পাকিস্তান নিরোপেক্ষ ভেন্যুতে ভারতকে খেলার আমন্ত্রণ জানায়। এজন্য সংযুক্ত আরব আমিরাতকে বেছে নেয় তারা। ভারত চাইলে তা পরিবর্তন করে শ্রীলঙ্কাকেও হোম গ্রাউন্ড করতে রাজি ছিল পিসিবি। কিন্তু আইনি জটিলতার অজুহাত দেখিয়ে বার বার পিছু হটে বিসিসিআই। এ কারণে ক্ষতিপূরণ চেয়ে সম্প্রতি বিসিসিআইকে একটা আইনি নোটিশও পাঠায় পিসিবি। কিন্তু বিসিসিআই স্পষ্ট ভাষায় জানিয়ে দেয়, পিসিবিকে একটা কানা কড়িও দেবে না তারা।
বিসিসিআইয়ের যুক্তিÑ এটা কেবল ‘কাগজি ’ এবং নিয়ম রক্ষার ‘ চুক্তি’। খেলতে তারা বাধ্য নয়। দুই সপ্তাহ আগেও এই যুক্তি দেখিয়েছে তারা। বিসিসিআই সেক্রেটারি অমিতাভ চৌধুরীর মতে পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খানও নাকি এমনটিই মনে করেন। শাহরিয়ার অথবা পিসিবির পাঠানো প্রতিনিধির সাথে এ নিয়ে আলোচনা করতে প্রস্তুত বলে জানান অমিতাভ। তিনি বলেন, ‘আমরা খেলার বিষয়ে এখনো প্রতিশ্রæতিবদ্ধ। কিন্তু যতদিন না অবস্থান পরিবর্তন হচ্ছে: ভারত সরকারের অনুমতি ছাড়া সিরিজ সামনের দিকে এগিয়ে নেয়া সম্ভব না। পিসিবি আমাদের আমন্ত্রণ জানিয়েছে, আমরা ভারত সরকারকে জানিয়েছি এবং এর জবাবের অপেক্ষায় আছি। আমার বিশ্বাস, আলোচনা সামনের দিকে এগুবে, আর এজন্যই আমরা বসতে চাই।’
চলতি বছর পাকিস্তানকে আতিথ্য দেয়ার কথা ভারতের। কিন্তু দুই বোর্ডের তারবাহনায় এটাও এখন হুমকির মুখে। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে কোলকাতায় শেষবার মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। দুবাইয়ে আলোচনার ছয় দিন পর চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে তারা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ