Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলোয়াড় নেয়ায় আসছে বিধিনিষেধ

৪ নভেম্বর মাঠের লড়াই, ১৬ সেপ্টেম্বর প্লেয়ার ড্রাফট

| প্রকাশের সময় : ২৬ মে, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : নভেম্বরের চার তারিখ শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটের পঞ্চম আসর এটা আগেই জানা গিয়েছিলো। দলের সঙ্গে ভেন্যুও বাড়ছে, এটাও পুরনো খবর। ঢাকা ও চট্টগ্রামের সঙ্গে বিপিএলের আগামী আসরে সিলেটকেও ভেন্যু হিসেবে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আবাসন সমস্যা থাকায় এখনও যদিও কাটেনি এ নিয়ে অনিশ্চয়তা। তবে নতুন খবর হলো, ফ্র্যাঞ্চাইজিগুলো পরের আসরে ৪ জনের জায়গায় সর্বোচ্চ ৫ জন বিদেশি ক্রিকেটার খেলাতে পারবে!
বিপিএলের পঞ্চম আসর নিয়ে গতকাল মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে সিলেট ভেন্যু নিয়ে পরিকল্পনার কথা জানান বিপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক, ‘সিলেটের স্টেডিয়াম যে কোনো আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের জন্য প্রস্তুত। কিন্তু শুধু ভেন্যু থাকলেই তো হবে না, যাতায়াত, খেলোয়াড়দের থাকার ব্যবস্থা এবং নিরাপত্তার ব্যাপারটাও দেখতে হবে। স্টেডিয়ামের আশেপাশে হোটেল মাত্র একটা। যেখানে হয়তো চারটা দল থাকতে পারবে। ৮ দলকে রাখার মতো কোনো হোটেল আশেপাশে নেই।’
খেলা শুরু হবে ৪ নভেম্বর থেকে। তার আগে ২ নভেম্বর হবে জাঁকালো উদ্বোধোনী অনুষ্ঠান। তারও আগে ১৬ সেপ্টেম্বর হবে প্লেয়ার ড্রাফট। সব ঠিক থাকলে হয়তো এবার দুই-তিন দিনের জন্য বিপিএলের খেলা হতে পারে সিলেটে। বিপিএলেও ফিরছে সিলেট ফ্র্যাঞ্চাইজি। সব ঠিক থাকলে পঞ্চম আসরে অংশ নেবে ৮ দল। সব মিলিয়ে ম্যাচ হবে ৬০টি।
বিসিবি পরিচালক হায়দার এ-ও জানান, ফ্র্যাঞ্চাইজিগুলো পরের আসরে ৪ জনের জায়গায় সর্বোচ্চ ৫ জন বিদেশি ক্রিকেটার খেলানোর প্রস্তাব দিয়েছে। এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ন গভর্নিং কাউন্সিল। তবে আভাস মিলেছে ৮ দল খেললে একাদশে বাড়তে পারে বিদেশি ক্রিকেটারের সংখ্যা। কেন বাড়ছে, তার উত্তর দিলেন কাউন্সিলের সচিব, ‘চার-পাঁচটা ফ্র্যাঞ্চাইজি আবেদন করেছে। যদি একটা ফ্র্যাঞ্চাইজি দল এবার বাড়ে, ওই পরিমাণ স্থানীয় প্রতিভা আমাদের নেই, যারা এত বড় টুর্নামেন্টে নিজেদের মেলে ধরতে প্রস্তুত। ভারতে যে পরিমাণ প্রতিভা আছে, বাংলাদেশে এখনো সেটা খুঁজে পাইনি। আমরা যদি আটটা দল করি, তাহলে আরও সাত-আটজন স্থানীয় খেলোয়াড়ের সরবরাহ থাকতে হবে।’
ফ্র্যাঞ্চাইজির সঙ্গে সামনে আলাপ করে এটা চূড়ান্ত করা হবে। তবে আপাতত চারজন বিদেশি খেলোয়াড় রাখার নিয়মটা থাকছে। প্রতিটি দলে আইকন ও ‘এ’ প্লাস ক্যাটাগরি মিলিয়ে খেলোয়াড় থাকছে ৪জন। তবে স্থানীয় খেলোয়াড়দের খেলানোর ব্যাপারে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। কমপক্ষে ১০ জন ও সর্বোচ্চ ১৩জন স্থানীয় খেলোয়াড় নিতে হবে দলগুলোকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ