মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : দেশজুড়ে সামরিক শাসন জারি করতে চান ফিলিপাইনের প্রেসিডেন্ট দুতার্তে। সেনাবাহিনী ও ইসলামিক স্টেট (আইএস) সংশ্লিষ্ট জিহাদিদের মধ্যে তীব্র সংঘর্ষের জেরে ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ মিন্দানাওয়ে ইতোমধ্যে ৬০ দিনের জন্য সামরিক শাসন জারি করেছেন তিনি। প্রেসিডেন্ট রডরিগো দুতার্তে এবার পুরো দেশে সামরিক শাসন জারি করতে চান। দুতার্তের সা¤প্রতিক মন্তব্য থেকে এমন আভাসই মিলেছে। হামলার জেরে রাশিয়া সফর সংক্ষিপ্ত করে দুতার্তে বলেন, ফিলিপাইনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমি যেকোন পদক্ষেপ নিতে প্রস্তুত আছি। আমি মানুষের নিরাপত্তার জন্য পুরো দেশজুড়ে সামরিক আইন জারি করতে পারি। সেনাবাহিনী জঙ্গি ও সন্ত্রাসীদের হাত থেকে মানুষকে রক্ষায় কাজ করবে। গত মঙ্গলবার মিন্দানাওয়ের মারাউই শহরে ভারী অস্ত্রসহ আক্রমণ পরিচালনা করে আইএসের সঙ্গে জড়িত জঙ্গিরা। জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর অন্তত তিন সদস্য নিহত হন। মিন্দানাওয়ে বেশ কয়েকটি মুসলিম বিদ্রোহী গোষ্ঠী রয়েছে, যারা আরো স্বায়ত্তশাসনের জন্য লড়াই চালিয়ে আসছে। আইএসের সঙ্গে জড়িত মাউতে জঙ্গি গোষ্ঠীর সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষে এরই মধ্যে কয়েক হাজার নাগরিক শহর ছেড়ে পালিয়েছেন। জঙ্গিরা শহরের বড় একটি অংশ দখল করে নিয়েছে। একজন ক্যাথলিক ধর্মযাজকসহ কয়েকজন খ্রিস্টানকে বন্দি করা হয়েছে বলে জানা গেছে। এর পরপরই সেখানে সামরিক শাসন জারির আদেশ দিয়েছেন দুতার্তে। সেনাবাহিনীর সদস্যরা শহরের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে অবস্থান নিয়েছে। দেশে ফিরে মিন্দানাওয়ে জারি করা সামরিক শাসনের মেয়াদ বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন দুতার্তে। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।