মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : দক্ষিণ চীন সাগরে চীনের নির্মিত একটি কৃত্রিম দ্বীপের ১২ নটিক্যাল মাইল দূর দিয়ে অতিক্রম করে সাগরটিতে বেইজিংয়ের কর্তৃত্বের দাবিকে চ্যালেঞ্জ জানিয়েছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ। গত বুধবার নাম প্রকাশ না করার শর্তে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। দক্ষিণ চীন সাগরের প্রায় পুরোটাই দাবী করে চীন, এর মধ্যে কিছু কোরাল রিফ এবং দ্বীপ অন্যান্য দেশও দাবী করে। উত্তর কোরিয়ার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচীর লাগাম টেনে ধরতে ট্রাম্প যখন বেইজিংয়ের সহযোগিতা কামনা করছেন, ঠিক তখনই চীনকে ক্ষুব্ধ করার মতো পদক্ষেপ নিল যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। সাধারণত জাতিসংঘের ঘোষণা অনুযায়ী একটি দেশের পানিসীমা নির্ধারিত হয়ে থাকে। এর সীমা রাষ্ট্রের উপকূল থেকে সর্বোচ্চ ১২ নটিক্যাল মাইল। খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ওই নৌপথে বেইজিংকে চ্যালেঞ্জ জানালো যুক্তরাষ্ট্র। ওই কর্মকর্তারা জানান, যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ ইউএসএস ডিউয়ি স্প্রাটলি দ্বীপপুঞ্জের মিসচিফ রিফের কাছ দিয়ে সাগরটির ক্ষুদ্র দ্বীপ, প্রবাল প্রাচীর ও মগ্নচড়ার মধ্য দিয়ে টহল দিয়েছে। এই এলাকাটির মালিকানার দাবি নিয়ে চীনের সঙ্গে তার পূর্ব-দক্ষিণের প্রতিবেশী দেশগুলোর বিরোধ চলছে। তথাকথিত ফ্রিডম অব নেভিগেশন অভিযানের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজটি দক্ষিণ চীন সাগরের ওই এলাকায় প্রবেশ করে, এতে চীন ক্ষুব্ধ হবে বলে নিশ্চিত পর্যবেক্ষকরা। যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানিয়েছেন, গত বছর হেগের সালিশি আদালত যে এলাকাটির মালিকানার বিষয়ে চীনের বিরুদ্ধে রায় দিয়েছে সেই এলাকাটিতেই প্রথমবারের মতো টহল দিয়েছে ইউএসএস ডিউয়ি। দক্ষিণ চীন সাগরের অধিকাংশ এলাকার ওপর চীনের সার্বভৌমত্বের দাবিও খারিজ করেছিল হেগের আদালত। বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ দক্ষিণ চীন সাগরে জাহাজ চলাচলের স্বাধীনতা চীন সীমিত করার চেষ্টা করছে বলে মনে করে যুক্তরাষ্ট্র। বেইজিংয়ের ওই প্রচেষ্টাকে বাধা দিতেই ওই এলাকায় টহল দিয়েছে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজটি। বিবিসি, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।