নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : ক্রিকেট বিশ্বের স্বীকৃত শক্তি নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয় তুলে নিয়ে নিজেদের যোগ্যতা প্রমাণ করলো বাংলাদেশ। গতকাল ডাবলিনের ক্লনটার্ফ ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে মাশরাফি বাহিনী ৫ উইকেটে নিউজিল্যান্ডকে হারিয়ে ওয়ানডে র্যাঙ্কিংয়ে ষষ্ঠস্থানে উঠে আসলো। শ্রীলঙ্কাকে পেছনে ফেললো টাইগাররা। এই জয়ে বাংলাদেশ ২০১৯ বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ অর্জন করলো। কিউইদের ছুড়ে দেয়া ২৭১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ ১০ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায়।
এ ম্যাচকে ঘিরে টাইগারদের অনেক স্বপ্ন ছিলো। জয় পেলে অন্তত তিনটি বড় অর্জনতো হবেই। নিউজিল্যান্ডই একমাত্র দেশ বাকি ছিল, যাদেরকে বিদেশের মাটিতে পরাজয়ের স্বাদ দিতে পারেনি টাইগাররা। সেই স্বাদ পূর্ণ করা সহ আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে শ্রীলঙ্কাকে পেছনে ফেলে ষষ্ঠস্থানে উঠে আসা এবং সবচেয়ে বড় পাওয়া, ২০১৯ বিশ্বকাপে সরাসরি খেলা নিশ্চিত করা। অবশেষে সব অর্জনই হলো মাশরাফিদের।
কাল নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দিকে জয়ের নায়ক ছিলেন তামিম ইকবাল ও সাব্বির রহমান। দু’জনের ১৩৬ রানের জুটি বাংলাদেশের জয়ের ভীত গড়ে দেয়। মাঝের চার উইকেট পড়ে গেলেও শেষ পর্যন্ত দলকে জয়ের বন্দরে টেনে নিয়ে যান দুই অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম ও মাহমুদুল্লা রিয়াদ। তাদের ৭২ রানের জুটিই বাংলাদেশকে এনে দেয় বহুল কাঙ্খিত জয়টি। খেলায় ম্যাচ সেরার পুরষ্কার পান মুশফিকুর রহিম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।