Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

যুক্তরাষ্ট্র পাকিস্তানকে অর্থ ধার দেবে

| প্রকাশের সময় : ২৫ মে, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : অস্ত্রশস্ত্র কেনার জন্য পাকিস্তানকে অর্থ দেবে যুক্তরাষ্ট্র। তবে সেই অর্থ ধার হিসেবে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, পাকিস্তানের জন্য নির্ধারিত ওই গ্র্যান্ড লোনে কনভার্ট› করার প্রস্তাব দিয়েছেন ট্রাম্প। বার্ষিক বাজেট প্রস্তাবে, এমনটাই জানিয়েছেন তিনি। তবে ট্রাম্পের এই সিদ্ধান্তটি এখনো চূড়ান্ত করেনি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারত কিংবা যুক্তরাজ্যে যেমন বাজেট অধিবেশন পেশ করেন অর্থমন্ত্রী, যুক্তরাষ্ট্রে তেমনটা নয়। সেখানে বাজেট প্রস্তাব পাঠান খোদ প্রেসিডেন্ট। পরে মার্কিন কংগ্রেসের কাছে সেই বাজেট পেশ করা হয়। পাকিস্তানসহ একাধিক দেশে বৈদেশিক সামরিক সাহায্য পাঠায় যুক্তরাষ্ট্র। কিন্তু এবার পাকিস্তানকে ধার হিসেবে দিতে চান ট্রাম্প। রয়টার্স, ইনডিয়ান এক্সপ্রেস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ