মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : সমকামী দুই যুবককে ৮৩ বার বেত্রাঘাত করা হয়েছে। ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের রাজধানী বান্দা আচেহের একটি মসজিদ প্রাঙ্গণে হাজারো জনতার সামনে দুই যুবককে বেত্রাঘাত করা হয়। শাস্তি পাওয়া দুই যুবকের বিরুদ্ধে সমকামে লিপ্ত হওয়ার অভিযোগ রয়েছে। মার্চ মাসে দরজা ভেঙে তাদের ঘরে ঢুকে আপত্তিকর অবস্থায় ধরার দাবি করে প্রতিবেশীরা। পরে তাদের পুলিশের হাতে তুলে দেয়া হয়। গত মঙ্গলবার দুই যুবককে মসজিদ প্রাঙ্গণে একটি মঞ্চে আনা হয়। নামাজ আদায়ের পোশাক পরানো হয় তাদের। দুই হাত জড়ো করে দাঁড়িয়ে থাকা যুবকদের আপাদমস্তক পোশাকে ঢাকা ব্যক্তিরা বেত্রাঘাত করতে থাকে। এ অপরাধে তাদের ৮৫ বার বেত্রাঘাত করার নির্দেশ দেওয়া হয়। তবে এরই মধ্যে দুই মাস কারাগারে আটক থাকায় তাদের দুইবার কম বেত্রাঘাত করা হয়েছে। ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশ ইসলামি শরিয়্যাহ অনুযায়ী শাসিত হয়। কঠোর আইন-কানুনের এই প্রদেশের অধিকাংশ মুসলিম অধিবাসী সমকামিতা ঘৃণা করেন। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।