মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : মাউন্ট এভারেস্টের একটি বেস ক্যাম্পের দুটি তাঁবুতে চার পবর্তারোহীর লাশ পেয়েছে নেপালি শেরপারা। গত মঙ্গলবার দিবাগত রাতে ৮ হাজার মিটার (২৬,২৪৬ ফুট) উচ্চতায় অবস্থিত ক্যাম্প ফোরে ওই পর্বতারোহীদের লাশগুলো পাওয়া যায় বলে গতকাল বুধবার জানিয়েছেন কাঠমান্ডু ভিত্তিক সেভেন সামিট ট্রেকস গ্রæপের মিঙ্গমা শেরপা। এদের নিয়ে গত এক মাসে বিশ্বের সর্বোচ্চ পর্বত চূড়ায় আরোহণ করতে গিয়ে মারা যাওয়া পর্বতারোহীর সংখ্যা ১০ জনে দাঁড়ালো। এই চারজন কীভাবে মারা গেছে তা পরিষ্কার নয়, তাদের পরিচয়ও বের করা যায়নি বলে জানিয়েছেন মিঙ্গমা। নেপাল মাউন্টেইনিয়ারিং অ্যাসোসিয়েশনের সভাপতি অং তশেরিং শেরপা জানিয়েছেন, মঙ্গলবার পর্বতে ঝড়ো আবহাওয়া বিরাজ করছিল। যে শেরপারা এই চারজনের লাশ খুঁজে পেয়েছেন তারা ৮,৮৫০ মিটার (২৯,০৩৫ ফুট) উচ্চতার পর্বত শিখরটির কাছে মারা যাওয়া স্লোভাকিয়ার পর্বতারোহী ভøাদিমির স্ট্রবার লাশ উদ্ধার করে আনতে গিয়েছিলেন। স্ট্রবা ওই উচ্চতায় পৌঁছানোর পর রোববার মারা যান। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।