মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা বা সিআইএ’র সাবেক পরিচালক জন ব্রেনান প্রকাশ্যে বলেছেন, গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়া নির্লজ্জভাবে হস্তক্ষেপ করেছে। এসব বিষয়ে রুশ কর্মকর্তা ও ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী দলের সদস্যদের মধ্যকার যোগাযোগের কথা তিনি জানতেন। গত মঙ্গলবার সিনেটের গোয়েন্দা বিষয়ক কমিটিতে শুনানির সময় ব্রেনান এসব কথা বলেন। তিনি আরো বলেছেন, তার সংস্থার পক্ষ থেকে রাশিয়াকে বার বার সতর্ক করা হলেও তারা তাতে কান দেয়নি বরং ২০১৬ সালের নির্বাচনে হস্তক্ষেপ অব্যাহত রাখে। ব্রেনান বলেন, নির্বাচনের সময় ট্রাম্পের নির্বচনী প্রচারণা দলের লোকজনের ওপর প্রভাব বিস্তার করে রাশিয়া তাদের মাধ্যমে খারাপ কিছু করার চেষ্টা করছে -এ কথা জেনে তিনি উদ্বিগ্ন হয়ে উঠেছিলেন। তবে এসব ব্যক্তির কাছ থেকে রাশিয়া সহযোগিতা পাবে কিনা তা নিয়ে তার মনে প্রশ্ন জেগেছিল। সিনেট কমিটিতে ব্রেনান জোর দিয়ে বলেন, তার কাছে যেসব তথ্য রয়েছে তার যথেষ্ট ভিত্তি রয়েছে। এ সময় সিনেট কর্মকর্তারা তাকে প্রমাণ হাজির করার কথা বলেন। জবাবে ব্রেনান বলেন, আমার কাছে প্রমাণ নেই; আমার কাছে রয়েছে গোয়েন্দা তথ্য। পার্সটুডে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।