Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

খালেদা জিয়া সন্ত্রাসের পথ ছাড়েনি খালিদ মাহমুদ

| প্রকাশের সময় : ২৪ মে, ২০১৭, ১২:০০ এএম


স্টাফ রিপোর্টার : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখনো সন্ত্রাসের পথ ছাড়েননি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বিএনপি নেত্রী এখন দেশ থেকে অপরাজনীতি দূর করার কথা বলছেন।
অথচ তিনিই ২০১৪ সালে হাজার হাজার ব্রিজ-কালভার্ট উড়িয়ে দিয়ে, স্কুল কলেজ পুড়িয়ে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন। সেই সন্ত্রাস ও মানুষ হত্যার জন্য খালেদা জিয়া এখনো জাতির কাছে ক্ষমা চায়নি। সরকারের চলমান উন্নয়নের পথ রুদ্ধ করতে আবারো এ পথে আসতে পারে খালেদা জিয়া। এজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।
গতকাল মঙ্গলবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা পার্কে জেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপি-জামায়াতের রাজনীতি সম্পর্কে সবাইকে সজাগ হওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জকে অনেকেই বিএনপি-জামায়াতের ঘাঁটি বললেও আমরা বলি চাঁপাইনবাবগঞ্জ হলো বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের স্মৃতি বিজড়িত মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির ঘাঁটি। উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিতে আহŸান জানান তিনি।
জেলা আওয়ামী লীগের সভাপতি মঈনুদ্দীন মন্ডলের সভাপতিত্বে জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নুরুল ইসলাম ঠান্ডু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ এমপি, গোলাম মোস্তফা বিশ্বাস এমপি, গোলাম রাব্বানী এমপি, বেগম আখতার জাহান এমপি, সাবেক এমপি জিয়াউর রহমান, ইঞ্জিনিয়ার মাহতাব উদ্দিন প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খালেদা জিয়া

২৫ অক্টোবর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ