Inqilab Logo

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

সাইফ পাওয়ারটেকের হুমকি

| প্রকাশের সময় : ২৪ মে, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : সদ্য সমাপ্ত সাইফ পাওয়ারটেক সিনিয়র ডিভিশন ফুটবল লিগে পাতানো খেলার অভিযোগ উঠেছে। স্বয়ং লিগের স্পন্সর প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেক এই অভিযোগ তুলেছে। নির্দিষ্ট কিছু ম্যাচের কথা উল্লেখ করে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো: রুহুল আমিন সোমবার হুমকি দিয়েছেন স্পন্সরশীপ তুলে নেওয়ার। তিনি বলেন,‘যে সব দল পাতানো ম্যাচ খেলেছে তাদের বিচার না হলে আমরা ফুটবল থেকে সব পৃষ্ঠপোষকতা প্রত্যাহার করে নেবো।’
অভিযোগ রয়েছে, এবারের সিনিয়র ডিভিশন ফুটবল লিগে বেশ ক’টি ম্যাচ পাতানো হয়েছে। যার প্রেক্ষিতে অভিযোগকারীরা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কাছে নালিশও করেছেন। বিশেষ করে ঢাকা ওয়ান্ডারার্স ও মহাখালী একাদশের মধ্যকার ম্যাচটি নাকি ন্যাক্কারজনক পাতানো হয়েছে। লিগের শেষ দুই ম্যাচ নিয়েও পাতানোর অভিযোগ রয়েছে। যারা এমন নির্লজ্জ কাজ করেছে তাদের বিচার হবে কী? এমন প্রশ্ন ফুটবলবোদ্ধাদের। তবে তরফদার মো: রুহুল আমিনের সাফ কথা, ‘যে ম্যাচগুলো পাতানো হয়েছে তা বাতিল করতে হবে। এবং যারা ফুটবল খেলাকে নিয়ে প্রহসন করেছে তাদের বিচার করতে হবে বাফুফেকে। আমাদের কাছে পাতানো খেলার সন্দেহজনক ম্যাচগুলোর ফুটেজ আছে। ওয়ান্ডারার্স ও মহাখালী একাদশের ম্যাচ পাতানো হয়েছে। পাতানো হয়েছে লিগের শেষ ম্যাচ দুটোও। আমরা এর বিচার চেয়ে ক’দিনের মধ্যেই বাফুফেকে চিঠি দেবো। তারা বিচার করতে না পারলে আমরা ফুটবল থেকে সরে দাঁড়াবো।’ তিনি যোগ করেন,‘বিচার না হলে শুধু সিনিয়র ডিভিশন লিগই নয়, সারাদেশের সব লিগ থেকেই নিজেদের পৃষ্ঠপোষকতা তুলে নেব।’
আগামী চার বছরের জন্য সিনিয়র ডিভিশন ফুটবল লিগের পৃষ্ঠপোষক হয়েছে সাইফ পাওয়ারটেক। শুধু তাই নয়, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামস্থ ঢাকা মহানগরী ফুটবল লিগ কমিটির কার্যালয় আধুনিকায়ন করণসহ লিগে অংশগ্রহণকারী প্রতিটি ক্লাবকে একটি করে কম্পিউটারও দিয়েছে তারা।
সাইফ পাওয়ারটেকের সরে যাওয়ার হুমকি প্রসঙ্গে ঢাকা মহানগরী ফুটবল লিগ কমিটির কো-চেয়ারম্যান সালেহ জামান সেলিম বলেন, ‘পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান সরে যাক বা না যাক অভিযোগ যখন উঠেছে তখন আমরা পাতানো খেলার বিচার করবোই। সন্দেহজনক ম্যাচগুলোর ভিডিও ফুটেজ সংগ্রহের কাজ ইতোমধ্যে শুরু করেছি। অভিযোগ প্রমানিত হলে বিচার হবেই।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ