Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্কুল রাগবি শুরু আজ

| প্রকাশের সময় : ২৪ মে, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার: বাংলাদেশ রাগবি ফেডারেশনের (ইউনিয়ন) ব্যবস্থাপনায় ও ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পৃষ্ঠপোষকতায় আজ শুরু হচ্ছে তিন দিনব্যাপী স্কুল রাগবি প্রতিযোগিতা। মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজ মাঠে সকাল ১১টায় প্রধান অতিথি থেকে প্রতিযোগিতার উদ্বোধন করবেন ক্রীড়া পরিদপ্তরের পরিচালক ড. মো: আমিনুল ইসলাম। এসময় বিশেষ অতিথি থাকবেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের জনসংযোগ প্রধান শাহজাদা বসুনিয়া। এ আসরে চারটি গ্রæপে ভাগ হয়ে ১২টি স্কুল দল অংশ নেবে। এগুলো হলো- সেন্টগ্রেগরী স্কুল এন্ড কলেজ, ইসলামী আদর্শ উচ্চ বিদ্যালয়, আলী আহমদ স্কুল এন্ড কলেজ, বেগম রোকেয়া খন্দকার পৌর উচ্চ বিদ্যালয়, শহীদ নবী উচ্চ বিদ্যালয়, ক্যামব্রিয়ান স্কুল, সানসাইন প্রি-ক্যাডেট হাই স্কুল, হায়দার আলী স্কুল এন্ড কলেজ, হাজী আকন্দ আলি হাই স্কুল, বেরাইদ মুসলিম হাই স্কুল, আহমদবাগ আদর্শ উচ্চ বিদ্যালয় ও মৈনারটেক উচ্চ বিদ্যালয়। গ্রæপ পর্ব শেষে সেরা দলকে নিয়ে অনুষ্ঠিত হবে সেমিফাইনাল। প্রতিযোগিতার খেলা সেভেন এ-সাইড পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। টুর্নামেন্ট শেষ হবে ২৬ মে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ