Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আইপিএলের ফাইনাল পাতানো!

| প্রকাশের সময় : ২৪ মে, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : আইপিএলে পাতানো ম্যাচ নতুন কিছু নয়। তবে ফিক্সিং চক্রের কয়েকজনের গ্রেফতার ছাড়া নির্বিঘেœই শেষ হয়েছে এবারের আইপিএল। দম বন্ধ করা ফাইনালে রাইজিং পুনে সুপার জায়ন্টসকে ১ রানে হারিয়ে তৃতীয়বারের মত আইপিএলের শিরোপা ঘরে তোলে মুম্বাই ইন্ডিয়ান্স। তবে অজ্ঞাত পরিচয়ের এক টুইটার ব্যবহারকারীর টুইট থেকে দেখা যায়, মে ৩ তারিখ থেকে ২০ তারিখ পর্যন্ত তিনি আইপিএল নিযে যে সমস্ত ভবিষ্যদ্বাণী করেছেন, তা শতভাগ মিলে গেছে। এমনকী, তিনি ফাইনাল ম্যাচেরও যে ভবিষ্যদ্বাণী করেছেন তাও মিলে গেছে একেবারে হুবহু। ম্যাচের আগেই তিনি বলে দেন শেষ ম্যাচে পুনেকে মুম্বাই ১ রানে হারাবে। মুম্বাই আগে ব্যাট করে ১২০-১৩০ রান করবে। আর শেষ ওভারে গিয়ে জিতবে।
এছাড়া ম্যাচে কোন নো বল হবে না, স্মিথ সর্বোচ্চ রান করবে, পোলার্ড একটি ছয় মারবে, ত্রিপতি ১০এর আগে আউট হবে, প্যাটেল ১০ এর আগে আউট হবে, স্মিথের স্ট্রাইক রেট থাকবে ১০০এর নিচে। আর পুনে আগে বল করবে। ম্যাচ শেষে দেখা যায় তার ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে মিলে গেছে। -জাগোনিউজ২৪.কম



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ