নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : অবশেষে জাতীয় ফুটবল দলের জন্য নতুন কোচ নিয়োগ দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। গতকাল বাফুফের কার্যনির্বাহী কমিটির সভায় এ বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভার সিদ্ধান্ত অনুযায়ী অস্ট্রেলিয়ান এন্ড্রু ওর্ডকে জাতীয় দলের নতুন কোচ হিসেবে এক বছরের জন্য নিয়োগ দেয়া হয়েছে। আগামী ১ জুন তার মেয়াদ শুরু হবে। কয়েকদিনের মধ্যে ওর্ডের সঙ্গে বাফুফের চুক্তি হবে বলে জানা গেছে। চুক্তি শেষে আগামী মাসের শুরুতেই বাংলাদেশ দলের দায়িত্ব নেবেন ওর্ড। ওর্ডের প্রথম অ্যাসাইনমেন্ট হবে জুলাইয়ে ফিলিস্তিনে অনুর্ধ্ব ২৩ এএফসি বাছাই পর্ব। তার বয়স মাত্র ৩৭ বছর। অস্ট্রেলিয়ান হলেও ওর্ডের জন্ম বৃটেনে। সর্বশেষ অস্ট্রেলিয়ান ‘এ’ লীগের পার্থ গেøারি ক্লাবের সহকারি কোচ ছিলেন তিনি। এশিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। থাইল্যান্ডে দুইটি ক্লাবের কোচ ছিলেন ওর্ড।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।