মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : শান্তি স্থাপনে ফিলিস্তিনিদের ট্রাম্পের অঙ্গীকারশান্তি স্থাপনে ফিলিস্তিনিদের ট্রাম্পের অঙ্গীকার ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি স্থাপনে সম্ভব্য সব কিছু করার অঙ্গীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল মঙ্গলবার বেথলেহেমে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠকে অংশ নিয়ে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন। ট্রাম্প বলেন, ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে কার্যকর একটি শান্তি চুক্তি করার বিষয়ে আমি প্রতিশ্রæতিবদ্ধ। আর এ লক্ষ্যমাত্রা অর্জনের জন্য আমি সম্ভাব্য সবকিছু করব। তিনি জানান, স্থায়ী শান্তির জন্য কার্যকর একটি চুক্তির উদ্যোগের বিষয়ে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু প্রতিশ্রুতি দিয়েছেন। সব পক্ষের সমঝোতার ভিত্তিতে কার্যকর উদ্যোগ নেয়ার প্রতিশ্রুতি দেন তিনি। পাশাপাশি সন্ত্রাসবাদ ও ঘৃণামূলক মতবাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার কথা জানান। মাহমুদ আব্বাস ট্রাম্পের এ সম্ভাব্য উদ্যোগের বিষয়টি স্বাগত জানান। তিনি বলেন, ইসরাইলের সঙ্গে শান্তি চুক্তির বিষয়ে আমরাও প্রতিশ্রুতিবদ্ধ। এ বিষয়ে যেকোন উদ্যোগে সমর্থন দেবে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। চলমান সংকট সমাধান ও আঞ্চলিক শান্তি স্থাপনে ফিলিস্তিন-ইসরাইল আলোচনাকে গুরুত্ব দেয়া হচ্ছে। তবে দুপক্ষের মধ্যে গত ৩ বছর ধরে আলোচনা বন্ধ আছে। ট্রাম্প মনে করেন, বর্তমানে প্রেক্ষাপটে আলোচনা শুরু করাটা সবচে কঠিন কাজ। তবে এ বিষয়ে আশাবাদী তিনি। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।