Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৬শ’ কর্মী ছাঁটাই করছে ক্যাথে প্যাসিফিক

| প্রকাশের সময় : ২৪ মে, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : হংকংভিত্তিক আন্তর্জাতিক এয়ারলাইন ক্যাথে প্যাসিফিক প্রায় ৬০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। বার্ষিক ক্ষতির জেরে গত ২০ বছরের মধ্যে কোম্পানির অভ্যন্তরে প্রথমবারের মত বড় রকমের পুনর্গঠন ও পরিচালন ব্যয় কমানোর জন্য এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এক বিবৃতিতে বলা হয়, ছাঁটাইকৃত কর্মীদের প্রায় সবাই হংকংয়ে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে কর্মরত। তাদের মধ্যে ১৯০ জন ব্যবস্থাপনা পর্যায়ে কাজ করছেন। অপর ৪০০ জন নন-ম্যানেজমেন্ট পর্যায়ে কর্মরত। চলতি বছরের শেষ নাগাদ পর্যায়ক্রমে এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে। গতকাল সোমবার থেকে ছাঁটাই হওয়া কর্মীদের আনুষ্ঠানিকভাবে জানানো শুরু হয়। পরবর্তী এক মাসের মধ্যে কে কে ছাঁটাই হচ্ছেন, তা জানতে পারবেন। বিশ্বব্যাপী ১৮০টি রুটে ক্যাথে প্যাসিফিকের ফ্লাইট চলাচল করে। গত মার্চে ক্যাথে প্যাসিফিক জানায়, গত ৮ বছরের মধ্যে এবারই প্রথম কোম্পানিটি ৭ কোটি ৪০ লাখ ডলার বার্ষিক ক্ষতির শিকার হয়েছে। কোম্পানিটি গত ৭০ বছরের ইতিহাসে এবার নিয়ে ৩ বার ক্ষতির শিকার হল। এর পরই প্রধান কার্যালয়ের পরিচালন ব্যয় ৩০ শতাংশ পর্যন্ত কমানোর ঘোষণা দেয়া হয়। এর জেরেই এবার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয়া হল। বিবিসি, বøুমবার্গ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ