মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ভারতীয় নৌবাহিনীকে ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা সরবরাহে দেশটির সঙ্গে ৬৩ কোটি ডলার সমমূল্যের একটি চুক্তি করেছে ইসরাইল। এ চুক্তির কথা ঘোষণা করেছে দেশটি। গত মাসে দুই দেশের মধ্যে রেকর্ড পরিমাণ অস্ত্র বিক্রির পর এ চুক্তিতে পৌঁছাল ভারত-ইসরাইল। নতুন চুক্তির আওতায় রাষ্ট্রীয় মালিকানাধীন ইসরাইল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ (আইএআই) ভারতীয় নৌবাহিনীর চারটি জাহাজের জন্য এলআরএসএএম আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করবে বলে কোম্পানির এক বিবৃতিতে বলা হয়েছে। আইএআই জানিয়েছে, চুক্তিটি ভারত ইলেকট্রনিকস লিমিটেডের সঙ্গে সম্পন্ন করা হবে। এ প্রকল্পের প্রধান ঠিকাদারি প্রতিষ্ঠান ভারত ইলেকট্রনিকস। আইএআইয়ের প্রেসিডেন্ট ও সিইও জোসেফ উইজ এক বিবৃতিতে বলেন, নতুন চুক্তিটি গত দশকে ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে আইএআইয়ের অন্যান্য চুক্তির সঙ্গে যুক্ত হলো। এর মধ্য দিয়ে আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেত্রে আইএআইএর আন্তর্জাতিক নেতৃত্ব আরো শক্তিশালী অবস্থানে পৌঁছাল। এলআরএসএএম একটি অগ্রসর আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। আইএআই ও ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন যৌথভাবে এর উন্নয়ন করেছে। এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।