Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লিভারপুলে তৈরি হচ্ছে বিশ্বের বৃহত্তম বায়ু বিদ্যুৎ কেন্দ্র

| প্রকাশের সময় : ২৪ মে, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুক্তরাজ্যের একটি বায়ু বিদ্যুৎ কোম্পানি সাগর উপকূলে সবচেয়ে শক্তিশালী বায়ু টার্বাইন দিয়ে বায়ু বিদ্যুৎ উৎপাদন করতে যাচ্ছে। এখান থেকে উৎপাদিত বিদ্যুৎ দিয়ে ২ লাখ ৩০ হাজার পরিবারে বিদ্যুৎ সরবরাহ করা হবে। প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে অতিকায় এমএইচআই বেস্টাস টার্বাইন ব্যবহার করে লিভারপুলের উপকূলে বিদ্যুৎ উৎপাদন করবে ডং এনার্জির বার্বো ব্যাংক এক্সটেনশন। ৮ মেগাওয়াট করে বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহার করা হবে ১৯৫ মিটার লম্বা টার্বাইন। এর বেøডগুলো হবে ৮০ মিটার লম্বা। এগুলো একবার ঘোরলেই একটি বাড়ির জন্য ২৯ ঘণ্টার বিদ্যুৎ উৎপাদিত হবে। এ ধরনের ৩২টি টার্বাইন ব্যবহার করবে কোম্পানিটি। ডং এনার্জি বলছে, ২৫ বছর আগে তারা ডেনমার্কের উপকূলে বিশ্বের প্রথম যে বায়ু বিদ্যুৎ কেন্দ্র তৈরি করেছিল নতুন প্রকল্পের একটি টার্বাইন থেকেই তার চেয়ে বেশি বিদ্যুৎ উৎপাদিত হবে। কোম্পানির প্রধান নির্বাহী হেনরিক পলসেন বলেন, এ প্রকল্পই বলে দিচ্ছে যে, উপকূলে বায়ু বিদ্যুৎ শিল্পের দ্রæত বিকাশ ঘটছে। উদ্ভাবনীর মাধ্যমে এ শিল্প বিদ্যুৎ উৎপাদনের খরচ কমাতে এবং বিশ্বব্যাপী এ শিল্পের বিকাশে সহায়ক হবে। লিভারপুল সিটি অঞ্চলের মেয়র স্টিভ রথারম বলেন, উপকূলে বায়ু বিদ্যুতের ব্যাপক সম্ভাবনা রয়েছে। আশা করা যায়, এর মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানির উৎস আরও সহজলভ্য হবে। দ্য ইন্ডিপেনডেন্ট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ