Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

একশ’ বছরের মধ্যেই বিকল্প গ্রহ খুঁজতে হবে : হকিং

| প্রকাশের সময় : ২৪ মে, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : আগামী এক হাজার বছর নয়, একশ’ বছরের মধ্যেই পৃথিবীবাসীকে বসবাসের জন্য বিকল্প গ্রহ খুঁজতে হবে বলে জানিয়েছেন পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং। লন্ডনে একটি টেলিভিশনের সঙ্গে সাক্ষাৎকারে হকিং একথা বলেছেন। ক্রমান্বয়ে শিল্পায়ন বৃদ্ধির ফলে আশঙ্কার চেয়েও দ্রæতগতিতে বিষাক্ত কার্বন গ্যাস নিঃসরণ হচ্ছে- জানিয়ে, বসবাসের জন্য দ্রæত বিকল্প গ্রহের সন্ধানের গুরুত্ব তুলে ধরেন হকিং। খুব শিগগিরিই পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে উঠবে উল্লেখ করে তিনি বলেন, মহাকাশ গবেষণায় এগিয়ে থাকা দেশগুলোর সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বিকল্প গ্রহে বসবাসের জন্য প্রযুক্তিগত বাধা দূর করা সম্ভব। এর আগে, গত নভেম্বরে এক সাক্ষাৎকারে এক হাজার বছরের মধ্যে পৃথিবী বসবাসের অনুপযোগী হবে বলে মত দিয়েছিলেন তিনি। ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ