Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চার হাজার বন্যপ্রাণীর শিং চামড়া পোড়ালো নেপাল

| প্রকাশের সময় : ২৪ মে, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : অবৈধ শিকার এবং পাচার নিরুৎসাহিত করতে নেপাল সরকার চার হাজারের বেশি বন্যপ্রাণীর অঙ্গ-প্রত্যঙ্গ পুড়িয়ে দিয়েছে। নেপালের চিতওয়ান জাতীয় পার্কে গত সোমবার পোড়ানো এসব অঙ্গ-প্রত্যঙ্গের মধ্যে গÐারের শিং, বাঘ ও চিতাবাঘের চামড়া ছিল। এসব প্রাণী এখন নেপালে বিপন্ন প্রজাতিতে পরিণত হয়েছে। আন্তর্জাতিক প্রাণিবৈচিত্র্য দিবস উপলক্ষে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী প্রকাশ শরণ মাহাত। তিনি বলেন, এধরনের কর্মসূচির ফলে বন্যপ্রাণী শিকার ও পাচার নিরুৎসাহিত হবে। অবশ্য ১১০০ কেজি হাতির দাঁত পোড়াতে পারেনি কর্মকর্তারা। তারা জানিয়েছেন, এর উপযুক্ত চুল্লি তাদের নেই। হাতির দাঁত পোড়ানোর জন্য এমন চুল্লি দরকার যাতে তাপমাত্রা ৯০০ ডিগ্রি সেন্টিগ্রেডেরও বেশি ওঠে। ২০ বছর পর নেপালে বন্যপ্রাণীর চামড়া-শিং ইত্যাদি পোড়ানোর এরকম কর্মসূচি নেয়া হলো। বন্যপ্রাণী সংরক্ষণে নেপাল সা¤প্রতিক সময়ে বেশ সাফল্য দেখিয়েছে। গত দুইদশকে সেখানে বাঘ ও গন্ডারের সংখ্যা বেড়েছে। ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ