মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ধনীদের জন্য উপহার, গরীবের দুঃখ
ইনকিলাব ডেস্ক : হোয়াইট হাউসে প্রবেশের পর কংগ্রেসে প্রথম বাজেট উপস্থাপন করতে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্য সেবা, দারিদ্র্য বিমোচন, প্রতিবন্ধী সহায়তা, শিক্ষাঋণসহ অভ্যন্তরীণ নানা খাতে ব্যাপক কাটছাট করা হয়েছে। তবে সামরিক খাতে বাজেট বাড়ানোর কথা বলেছেন ট্রাম্প। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রশাসনের অগ্রাধিকার তালিকায় আমূল পরিবর্তনও আসছে। প্রস্তাবিত বাজেটে নির্বাচনী প্রচারণাকালীন ব্যবহৃত আমেরিকা ফার্স্ট’ শ্লোগানটিকে ফোকাস করেছেন ট্রাম্প। এই প্রশাসন সামরিক খাতে ১০ শতাংশ ব্যয় বাড়ানোর প্রস্তাব দিয়েছে। অপরদিকে মেক্সিকোতে সীমান্ত নিরাপত্তার জন্য বরাদ্দ রাখতে চায় ১৬০ কোটি ডলার। যদিও প্রায় অসম্ভব ৩ শতাংশ প্রবৃদ্ধি দেখানোর সাথে সাথে ব্যাপকভাবে করপোরেট কর কমানোর ঘোষণা দিয়েছেন ট্রাম্প। কিছু দিন আগেও ধারণা করা হচ্ছিল, ট্রাম্প এই প্রস্তাবিত বাজেটে একটা ভারসাম্য রাখার চেষ্টা করবেন। কিন্তু বাজেটে তেমন পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। বিশেষ করে অবসরের পর সামাজিক নিরাপত্তা ভাতা এবং স্বাস্থ্যখাতে তহবিল কমানোর সিদ্ধান্ত বহাল থাকছে। যুক্তরাষ্ট্রে জাতীয় ঋণের বড় অংশজুড়েই আছে এ দুটি খাত। আগামী দশকব্যাপী চলবে এই কাটছাট প্রক্রিয়া। চিকিৎসাখাত থেকে কমবে ৮০ হাজার কোটি ডলার, গরীবদের জন্য কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্যসেবা কর্মসূচি এটি। পুষ্টি সহায়তা খাত থেকে কমবে ১৯ হাজার ২০০ কোটি ডলার এবং সামগ্রিক কল্যাণ তহবিল থেকে কমবে ২৭ হাজার ২০০ কোটি ডলার। সামরিক খাতের বাইরে এবং অভ্যন্তরীণ নিরাপত্তা খাত বাদে নাগরিকদের কল্যাণ খাত থেকে প্রতি বছর নির্দিষ্ট হারে বরাদ্দ কমানোর প্রস্তাব করা হয়েছে। এসব খাতে বরাদ্দ ১০ দশমিক ৬ শতাংশ বা ৫ হাজার ৭০০ কোটি ডলার কমানো হবে। প্রতিবন্ধী তহবিল থেকে কমবে ৭ হাজার ২০০ কোটি ডলারের বেশি। যেখানে লাখ লাখ আমেরিকান প্রতিবন্ধী এই কল্যাণ তহবিলের ওপর নির্ভরশীল। গরীব শিক্ষার্থীদের জন্য প্রচলিত ঋণ ব্যবস্থায় সরকারি ভুর্তুকিও বন্ধ করবেন প্রেসিডেন্ট। আর এসব করা হচ্ছে জাতীয় বাজেটে তথাকথিত ‘ভারসাম্য’ আনার অজুহাতে। যদিও করপোরেট কর কমিয়ে প্রবৃদ্ধি বাড়ানোর প্রতিশ্রুতি রক্ষা করতে গিয়ে ট্রাম্প যেসব খাতে কাটছাট করছেন তাতে তার ভোটাররাও ক্ষতিগ্রস্ত হবে। নিউইয়র্ক টাইমস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।