মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ওপেকের নেতৃত্বে তেল উত্পাদন হ্রাস কর্মসূচি আরো নয় মাস স¤প্রসারিত হওয়ার সম্ভাবনায় আন্তর্জাতিক বাজারে তেলের দর বৃদ্ধি পেয়েছে, যার সুবাদে এশিয়ার বাজারজুড়ে তেল কোম্পানিগুলোর শেয়ারে চাঙ্গাভাব দেখা গেছে। আন্তর্জাতিক বাজারে তেলের অব্যাহত দরপতন রোধে উৎপাদন হ্রাসে সম্মত হয় প্রধান উতৎপাদক রাশিয়া ও ওপেকভুক্ত দেশগুলো। জুন নাগাদ চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা থাকায় এরই মধ্যে বিশ্বজুড়ে পুনরায় বিশৃঙ্খলা ও দাম পড়ে যাওয়ার সম্ভাবনা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। তবে রোববার সউদি আরবের জ্বালানিমন্ত্রী খালিদ আল ফালিহ চুক্তি স¤প্রসারণ হতে পারে বলে জানান। আগামী বৃহস্পতিবার ওপেক ও রাশিয়ার মধ্যে অনুষ্ঠিতব্য বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। ফালিহ জানান, চুক্তি স¤প্রসারণের পেছনে সউদি আরব ও ওপেকের উপসাগরীয় সদস্যগুলোর পূর্ণ সমর্থন রয়েছে। এছাড়া এ বিষয়ে ইরাক ও অন্যদের কাছ থেকেও জোরালো প্রতিশ্রæতি পাওয়া গেছে। চুক্তি স¤প্রসারণের সম্ভাবনায় এশিয়ার বাজারে অপরিশোধিত জ্বালানির দাম ঊর্ধ্বমুখী দেখা গেছে। ফলে তেল কোম্পানিগুলোর শেয়ারেও চাঙ্গাভাব দেখা গেছে। হংকং স্টকে তালিকাভুক্ত সিএনওওসির শেয়ার দর ১ শতাংশ ও পেট্রোচায়নার শেয়ার দর ১ দশমিক ৭ শতাংশ বেড়েছে। একই সময় সিডনিতে উডসাইড পেট্রোলিয়ামের ১ দশমিক ৬ শতাংশ ও রিও টিন্টোর শেয়ার দর ৩ শতাংশ বেড়েছে। জাপানের ইনপেক্স অর্জন করেছে ১ শতাংশ। এ অগ্রগতি স্টক বাজারেও প্রভাব ফেলেছে। এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।