মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : বিশ্বজুড়ে সা¤প্রতিক ভয়াবহ সাইবার হামলার ঘটনায় উত্তর কোরিয়া যখন অভিযোগের কাঠগড়ায়, ঠিক সেই সময়ে ওই দেশের পরমাণু কর্মসূচির তদন্তে থাকা জাতিসংঘের বিশেষজ্ঞরা হ্যাকিংয়ের শিকার হয়েছেন। জাতিসংঘের ওই বিশেষজ্ঞ প্যানেলের কাজের বিস্তারিত তথ্যের ওপর অজ্ঞাতনামা হ্যাকাররা স¤প্রতি এ হামলা চালিয়েছে। এ সংক্রান্ত এক ইমেইল সতর্কতা হাতে পাওয়ার দাবি করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স খবরটি জানিয়েছে। র্যানসমওয়্যার ব্যবহার করে চালানো এই সাইবার হামলার ঘটনা প্রথমে শনাক্ত হয় সম্প্রতি। এদিকে গতকাল মঙ্গলবারের প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, জাতিসংঘ কর্মকর্তা এবং নিরাপত্তা পরিষদের উত্তর কোরিয়া নিষেধাজ্ঞা কমিটির (১৭১৮ কমিটি) কাছে ওই ইমেইল সতর্কতাটি পাঠান বিশেষজ্ঞ প্যানেলের চেয়ারম্যান। ইমেইলে জানানো হয়, গত ৮ মে হ্যাকাররা এক বিশেষজ্ঞের কম্পিউটারে হামলা চালাতে সক্ষম হয়। পরমাণু ইস্যুতে উত্তর কোরিয়া তাদের ওপর জারিকৃত জাতিসংঘের নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছে কিনা তার তদন্তে নিয়োজিত আছে ওই প্যানেলটি। যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচএস) কম্পিউটারগুলো আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায় দিনের শুরুতেই। দিনশেষে তা বিশ্বের অন্তত ৭৪টি দেশে ছড়িয়ে পড়ে বলে জানান সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা। ওইদিনই দেড় লক্ষাধিক কম্পিউটার আক্রান্ত হয়। মাইক্রোসফট দাবি করেছে, যে ভাইরাসটি দিয়ে এই সাইবার হামলা চালানো হয়েছে, সেটি তৈরি করা গেছে মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিস্টেমের একটি সফটওয়্যার ত্রæটির সুযোগকে কাজে লাগিয়ে। তাদের দাবি, ওই ত্রæটির তথ্য মার্কিন গোয়েন্দা সংস্থার কাছ থেকে হ্যাকারদের হাতে চলে যাওয়ার সুযোগ তৈরি হয়েছিল। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা সন্দেহ করছেন,উ. কোরীয় হ্যাকাররাই সুযোগটি কাজে লাগিয়েছিল। জাতিসংঘের ইতালীয় মিশনের মুখপাত্র এবং ১৭১৮ কমিটির চেয়ারম্যান বলেছিলেন বিশেষজ্ঞ প্যানেলের এক সদস্য সাইবার হামলার শিকার হয়েছেন। রয়টার্স, বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।