Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইরানের পারমাণবিক হুমকির বিরুদ্ধে ট্রাম্পের হুঁশিয়ারি

| প্রকাশের সময় : ২৪ মে, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইল সফরকালে ইরানের পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ হওয়ার হুমকির বিরুদ্ধে সতর্ক বাণী উচ্চারণ করেছেন। জেরুজালেমে প্রেসিডেন্ট রিউভেন রিভলিনের সঙ্গে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি বলেন, ইরানকে পারমাণবিক অস্ত্রসমৃদ্ধ হতে দেওয়া কখনওই উচিত না। রিভলিনের বাসভবনেও ট্রাম্প বলেন, প্রাণঘাতী খাতে ইরানের তহবিল, প্রশিক্ষণ এবং সন্ত্রাসী ও জঙ্গিদেরকে সরঞ্জাম সরবরাহও বন্ধ করতে হবে। তেহরান জোর দিয়েই বলে আসছে তারা পারমাণবিক অস্ত্র উন্নয়ন করছে না। কিন্তু ইসরাইল এবং যুক্তরাষ্ট্র ইরানের উদ্দেশ্য নিয়ে সন্দিহান। সউদি আরবে সফর শেষে ট্রাম্প ইসরাইল সফরে যান। ইসরাইল এবং ফিলিস্তিনি নেতাদের সঙ্গেও তিনি আলাপ করবেন। যুক্তরাষ্ট্র এবং ইসরাইলের মধ্যে বন্ধনের ওপর জোর দিয়ে ট্রাম্প বলেছেন, আমরা কেবল দীর্ঘদিনের বন্ধু না। আমরা ভাল মিত্র এবং অংশীদারও। আমরা সবসময় একসঙ্গে আছি। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ