Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইরানকে ছাড়া আঞ্চলিক স্থিতিশীলতা অসম্ভব : রুহানি

| প্রকাশের সময় : ২৪ মে, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, তেহরানের সাহায্য ছাড়া মধ্যপ্রাচ্যে কখনও স্থিতিশীলতা আসবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান নিয়ে সমালোচনার প্রতিক্রিয়ায় রুহানি একথা বলেন। গত সপ্তাহে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী রুহানি সউদি আরবে ট্রাম্পের সম্মেলনকে রাজনৈতিক মূল্যহীন, অলঙ্কারিক এবং ফলপ্রসূ নয় বলে সমালোচনা করেন। রাষ্ট্রীয় টিভিতে স¤প্রচারিত সংবাদ সম্মেলনে রুহানি প্রশ্ন তুলে বলেন, ইরান ছাড়া আঞ্চলিক স্থিতিশীলতা ফেরানো যাবে তা কে বলতে পারে? ইরান ছাড়া এ অঞ্চলের পূর্ণ স্থিতিশীলতা বজায় থাকবে সেকথাই বা কে বলতে পারে? তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র প্রশাসনের মধ্যপ্রাচ্য সম্পর্কে ধারণার অভাব আছে। আমেরিকানরা ইরানের বিরুদ্ধে বহু ভিন্ন পদ্ধতির আশ্রয় নিয়েছে...নতুন সরকারের স্থিতিশীলতার পথ খুঁজে নেওয়া এবং নীতি বহাল রাখার অপেক্ষায় আছি আমরা। সমস্যা হচ্ছে আমেরিকানরা আমাদের অঞ্চল সম্পর্কে জানে না। আর যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদেরকে যারা উপদেশ দিচ্ছে তারা তাদেরকে ভুল পথে পরিচালিত করছে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ