মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আমদানি ব্যয়ের পরিসংখ্যান বিগত তিন বছরের মধ্যে সর্বনিম্ন
ইনকিলাব ডেস্ক : গত এপ্রিল মাসে উত্তর কোরিয়া থেকে ৯ কোটি ৯৩ লাখ ডলারের পণ্য আমদানি করেছে চীন। আমদানি ব্যয়ের এ সংখ্যা গত ৩ বছরের মধ্যে সর্বনিম্ন। রফতানি করেছে ২৮ কোটি ৮২ লাখ ডলারের পণ্য। যা আগের মাসের তুলনায় ১২ শতাংশ কম। স¤প্রতি উত্তর কোরিয়া থেকে কয়লা আমদানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে চীনা সরকার। এর পরই আমদানি-রফতানি ব্যয় কমার এ তথ্য জানা গেল। চীনের রাজস্ব বিভাগের তথ্যানুযায়ী, উত্তর কোরিয়া থেকে ৯ কোটি ৯৩ লাখ ডলারের এ আমদানি ব্যয় ২০১৪ সালের জুন মাসের পরে সর্বনিম্ন। গত মার্চেও এ সংখ্যা ছিল ১১ কোটি ৪৬ লাখ ডলার। আর এক বছর আগে একই সময় আমদানি ব্যয়ের পরিমাণ ছিল ১৬ কোটি ৭৭ লাখ ডলার। গত এপ্রিলে উত্তর কোরিয়ায় ২৮ কোটি ৮২ লাখ ডলারের পণ্য রফতানি করেছে চীন। গত মার্চের তুলনায় এ সংখ্যা ১২ শতাংশ কমেছে। আমদানি-রফতানি ব্যয় কমলেও এখনো চীনকে কিম জং-উন প্রশাসনের সবচে বড় বাণিজ্য অংশীদার বিবেচনা করা হয়। পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনার জেরে গত ফ্রেব্রুয়ারিতে উত্তর কোরিয়া থেকে কয়লা আমদানিতে নিষেধাজ্ঞা জারি করে বেইজিং। বিশ্লেষকদের মতে, ২ মাস না যেতেই এখন এর নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে দুদেশের বাণিজ্য সম্পর্কে। দক্ষিণ কোরিয়ার আইবিকে ব্যাংকের উত্তর কোরিয়া বিষয়ক গবেষণা দলের প্রধান চো বং-হাউন বলেন, প্রতি বছর উত্তর কোরিয়া থেকে চীন প্রায় ৩০০ কোটি ডলারের পণ্য আমদানি করে থাকে। এর মধ্যে কয়লা ছিল প্রধান আমদানি পণ্য। এখন কয়লা আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করায় আমদানি ব্যয় ক্রমাগত কমছে। পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তর কোরিয়ার বিরোধ চলছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নেয়ার পরে একের পর এক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে এ বিরোধে রসদ জুগিয়েছে পিয়ংইয়ং। এ ইস্যুতে রীতিমতো যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। আন্তর্জাতিক মহলেও বিরাজ করছে উদ্বেগ। সব পক্ষকে সংযত আচরণ করার আহŸান জানিয়েছে পিয়ংইয়ংয়ের মিত্র চীন। বেইজিংয়ের মতে, উত্তর কোরিয়ার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি আন্তর্জাতিক আইন ভঙ্গ করছে না। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।