Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

| প্রকাশের সময় : ২৪ মে, ২০১৭, ১২:০০ এএম

৭ আল-কায়েদা নিহত
ইনকিলাব ডেস্ক : ইয়েমেনে আল-কায়েদা জঙ্গিদের একটি কম্পাউন্ডে মার্কিন বাহিনীর স্থল অভিযানে সাত জঙ্গি নিহত হয়েছে। পেন্টাগণ একথা জানিয়েছে। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার ভোরে ইয়েমেনী কর্তৃপক্ষের সহায়তায় এ অভিযান চালানো হয়। জানুয়ারি মাসে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পর থেকে যুক্তরাষ্ট্র আল-কায়েদা ইন দ্য আরব পেনিনসুলা (একিউএপি)র ওপর হামলা জোরদার করেছে। দরিদ্র দেশটিতে গৃহযুদ্ধের সুযোগ নিয়ে জঙ্গি গোীটি সন্ত্রাসী তৎপরতা চালিয়ে যাচ্ছে। এএফপি।

আফগানিস্তানে নিহত ৩
ইনকিলাব ডেস্ক : আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ কান্দাহারে গতকাল মঙ্গলবার রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে তিন বেসামরিক লোক নিহত ও অপর চার জন আহত হয়েছে। স্থানীয় এক কর্মকর্তা একথা জানান। প্রাদেশিক গভর্ণরের মুখপাত্র শামীম খাপালওয়াক বলেন, স্থানীয় সময় সকাল ১০টায় কালান নাইচি গ্রামে এই বিস্ফোরণ ঘটে। কান্দাহার নগরীর প্রাদেশিক রাজধানীর পশ্চিমে অবস্থিত ওই জেলার একটি হাসপাতালে হতাহতদের পাঠানো হয়। সিনহুয়া।

শপিং সেন্টারে বোমাতঙ্ক
ইনকিলাব ডেস্ক : বিস্ফোরণে শোকের আবহ বোমাতঙ্ক ম্যানচেস্টারে। গতকাল মঙ্গলবার সকালেই শহরের কেন্দ্রস্থলে আর্নডেল শপিং সেন্টারের ফুড প্লাজায় একটি সন্দেহজনক প্যাকেট পড়ে থাকতে দেখা যায়। এর পর গোটা বিল্ডিং খালি করার নির্দেশ দেয় পুলিশ। তাতেই ওই শপিং সেন্টারে কেনাকাটা করতে আসা মানুষজনের মধ্যে বোমাতঙ্ক ছড়ায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শপিং সেন্টারে পুলিশি তৎপরতা শুরু হতেই ভয়ে ছুটোছুটি করতে থাকেন মানুষজন। বিবিসি।

যুদ্ধবিমান নিখোঁজ
ইনকিলাব ডেস্ক : চীন সীমান্তে ভারতীয় সুখোই-৩০ যুদ্ধবিমান নিখোঁজ হয়েছে। অরুণাচল প্রদেশের চীন সীমান্ত সংলগ্ন এলাকায় নিখোঁজ হয়েছে ভারতীয় বিমানবাহিনীর একটি সুখোই-৩০ যুদ্ধবিমান। এসময় উড়োজাহাজটিতে দুজন পাইলট ছিলেন। তাদেরও সন্ধান মিলেনি। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার সকালে ভারত-চীন সীমান্ত এলাকায় নিয়মিত টহল দিচ্ছিল এ যুদ্ধবিমানটি। অরুণাচল প্রদেশের দৌলাসং এলাকায় অবস্থান করার সময় যুদ্ধবিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। প্রাথমিকভাবে দুজন পাইলটসহ যুদ্ধবিমানটির নিখোঁজ হওয়ার কারণ জানাতে পারেনি ভারতীয় বিমানবাহিনী। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ