Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভৈরবে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ

| প্রকাশের সময় : ২৩ মে, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : তৃণমূল পর্যায়ে ফুটবলের উন্নয়নের জন্য প্রত্যেক জেলায় মাসব্যাপী প্রশিক্ষণের আয়োজন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধিনে থাকা ক্রীড়া পরিদপ্তর। কিশোরগঞ্জ জেলায় এই প্রশিক্ষণের আয়োজন করা হয় ভৈরব উপজেলার শ্রীনগর উচ্চ বিদ্যালয়ে। মোহাম্মদ নান্নু মিয়ার তত্বাবধানে এই প্রশিক্ষণ শুরু হয় গত ৩ এপ্রিল। যেখানে অংশ নিয়েছে তিনটি স্কুলের ৩০ জন প্রতিভাবান খেলোয়াড়। কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিসার আল আমিন সবুজের তত্ত¡ধানে মাসব্যাপি প্রশিক্ষণের সমাপনি অনুষ্ঠানে গতকাল খেলোয়াড়দের মাঝে সনদ এবং জার্সি তুলে দেন বিশিষ্ট সমাজ সেবক হাজী মো: ফুল মিয়া। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শ্রীনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোক্তার হোসেন। ৩০ জন অংশগ্রহণকারী থেকে সেরা প্রতিবাভান খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছেন রাজিব হোসেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ