Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্রমেই পাল্টে যাচ্ছেন ট্রাম্প

| প্রকাশের সময় : ২৩ মে, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ক্রমেই পাল্টে যাচ্ছেন ট্রাম্প, রিয়াদ সম্মেলনে তার বক্তব্যে নতুন সুর পরিলক্ষিত হয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। তার পূর্বের বক্তব্য আর বতৃমান বক্তব্যের মধ্যে অনেক ব্যবধান দেখা যাচ্ছে। সউদি আরবের রাজধানী রিয়াদে ৪০টির মতো সুন্নি মুসলিম অধ্যুষিত দেশগুলোর এক সম্মেলনে প্রদত্ত ভাষণে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির ওপর ভরসা না করে মধ্যপ্রাচ্যের দেশগুলোর উচিৎ হবে নিজেদেরই এই সন্ত্রাসবাদের সাথে লড়াই করা। পুরো মধ্যপ্রাচ্যে জাতিভেদ এবং সন্ত্রাস ছড়ানোর জন্য প্রধানত ইরানকে দায়ী করেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প তার ভাষণে বলেন, ইসলামি উগ্রপন্থার প্রসার মোকাবিলা করতে মধ্যপ্রাচ্যের দেশগুলোকেই নেতৃত্ব দিতে হবে। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোকে এ জন্য বসে থাকলে হবে না যে কখন শক্তিধর আমেরিকা এসে তাদের হয়ে শত্রæদর নির্মূল করে দেবে, বরং সন্ত্রাসবাদ মোকাবিলার ভার তাদেরকেই নিতে হবে। প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের সমালোচনা করে বলেন, তারা পুরো অঞ্চল জুড়ে গোষ্ঠীগত বিভেদ, সংঘাত এবং সন্ত্রাস উস্কে দিচ্ছে। আসাদ সরকারের অবর্ণনীয় অপরাধকে সমর্থন দিয়ে যাচ্ছে। ট্রাম্প বলেন, একজন সন্ত্রাসী যখনই একজন নিরপরাধ লোককে হত্যা করে এবং সৃষ্টিকর্তার নাম নেয় -তখন ধর্মবিশ্বাসী সব লোককে অবমাননা করা হয়। তিনি বলেন, চরমপন্থিদের তাড়ানোর জন্যে মুসলিম দেশগুলোর আমেরিকার জন্যে অপেক্ষা করা উচিত নয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রচারণার সময় তিনি যেভাবে মুসলিম-বিরোধী বক্তব্য দিয়েছেন এবং পরে প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে কয়েকটি মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন, তার ফলে তিনি ইসলাম ও মুসলিমদের সম্পর্কে কি বলেন সেটা নিয়ে অনেক কৌতূহল ছিলো। সংবাদদাতারা বলছেন, তার ভাষণ শুনে মনে হয়েছে তার সুর আগের তুলনায় অনেক নরম হয়েছে। গত বছর এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, আমার ধারণা ইসলাম আমাদের ঘৃণা করে। তার ভাষণে ইসলামিক স্টেট জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে সবার ঐক্য গড়ে তোলার ওপর জোর দেয়া হয়। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ