Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই চালান

| প্রকাশের সময় : ২৩ মে, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরব এবং অন্যান্য মুসলিম দেশের নেতাদের উদ্দেশ্যে দেয়া ভাষণে তাদের দেশ থেকে সন্ত্রাসবাদ তাড়ানোর আহŸান জানিয়েছেন। দায়িত্ব নেয়ার পর তার প্রথম বিদেশ সফর সউদি আরবে গিয়ে তিনি বলেছেন, মার্কিন সামরিক শক্তির ওপর ভরসা না করে মধ্যপ্রাচ্যের দেশগুলোর উচিৎ হবে নিজেরাদেরই এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই চালানো। তিনি ইরানকে সউদি আরব ও ইসরাইলের বড় শত্রæ বলে উল্লেখ করেন। তিনি ইরানকে জাতিগত দ্ব›দ্ব এবং মধ্যপ্রাচ্য জুড়ে সন্ত্রাস ছড়ানোর জন্য দায়ী করেন। প্রেসিডেন্ট ট্রাম্প তার ভাষণে ইসলামী বিশ্বের প্রতি ঠিক কী বার্তা দিতে চেয়েছেন? বিষয়টি বিশ্লেষণ করেছেন, যুক্তরাষ্ট্রের অস্টিন পি ইউনিভার্সিটির সিকিউরিটি স্টাডিজের অধ্যাপক তাজ হাশমি। হাশমি বলেন ওনার (ট্রাম্প) প্রথম বক্তব্যের সাথে আমি সম্পূর্ণ একমত। মুসলমানদেরকেই যুদ্ধ করতে হবে। অন্যের সাহায্য নিয়ে ইসলামিস্ট টেরোরিজম বা সন্ত্রাসবাদ বন্ধ করাটা একটা দুরাশা মাত্র। সউদি আরবে অনুষ্ঠিত সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্প তার শব্দগত পরিবর্তন এনেছেন। আগে তিনি ইসলামিক টেরোরিজম শব্দটি ব্যবহার করতেন। কিন্তু রিয়াদ সম্মেলনে তিনি প্রথমবারের মতো ইসলামিস্ট টেরোরিজম শব্দটি ব্যবহার করেছেন। এটিকে অনেক গ্রহণযোগ্য শব্দ মনে করেন হাশমী। অধ্যাপক হাশমির মতে, প্রেসিডেন্ট ট্রাম্প দেশের ভেতরে রাশিয়ার সাথে তার সম্পর্ক নিয়ে এক ধরনের চাপে পড়েছেন। কিন্তু ইরানকে চিহ্নিত করে বলা হচ্ছে, তারা সন্ত্রাসবাদের পেছনে কাজ করছে। এটাকে অগ্রহণযোগ্য বক্তব্য মনে করেন হাশমি। ২০১৬ সালে প্রেসিডেন্ট ট্রাম্পের একটি সাক্ষাতকারের প্রসঙ্গ টেনে হাশমী বলেন, তিনি বলেছিলেন যে ইসলাম আমাদের ঘৃণা করে। তারপর তিনি একটি টেম্পোরারি ব্যান দিয়েছিলেন যে মুসলমান কোন ভিজিটর আসতে পারবে না। উনি সবসময় ইসলামিক টেরোরিজম শব্দটা ব্যবহার করতেন। অনেকে মনে করছেন, ট্রাম্পের ইমপিচমেন্টও হতে পারে। সে বিষয়টিকে পাশ কাটানোর জন্য প্রেসিডেন্ট ট্রাম্প হয়তো নতুন কোন খেলা খেলছেন বলে মনে করেন হাশমি। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ