Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

চরমপন্থীদের শিকড় উপড়ে ফেলার আহ্বান

শান্তির পথের শুরু হয়েছিল এই প্রাচীন মাটি, পবিত্র ভূমি থেকেই। সারা বিশ্বে সন্ত্রাসবাদ ছড়িয়ে পড়েছে

| প্রকাশের সময় : ২৩ মে, ২০১৭, ১২:০০ এএম

কয়েক দশক ধরে ইরান বিচ্ছিন্নতাবাদ ও সন্ত্রাসবাদে মদদ জুগিয়ে আসছে : ট্রাম্প
ইনকিলাব ডেস্ক : সন্ত্রাসের শেকড় উপড়ে ফেলার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি চরমপন্থিদের এই পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিতে হবে বলে আহ্বান জানান। সউদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত আরব-ইসলামিক-আমেরিকান সম্মেলনে গতকাল সোমবার তিনি এ আহ্বান জানান। ইরানের সমালোচনা করে ট্রাম্প বলেন, কয়েক দশক ধরে ইরান বিচ্ছিন্নতাবাদ ও সন্ত্রাসবাদে মদদ জুগিয়ে আসছে। এর সরকার কেবল গণহত্যা, ইসরাইলকে ধ্বংসের শপথ, আমেরিকার মৃত্যু এবং অনেক নেতা ও তাদের দেশকে ধ্বংসের কথা বলে। তিনি ইসলামি চরমপন্থার বিরুদ্ধে লড়াইয়ে মুসলিম দেশগুলোর নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান। ট্রাম্প তার ভাষণে ইরানকে মধ্যপ্রাচ্যে জঙ্গিদের অর্থের জোগানদাতা হিসেবে মন্তব্য করেছেন। সউদি আরবও ইরান সম্পর্কে একই ধারণা পোষণ করে। দ্বিতীয়বারের মতো নির্বাচিত ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানিকে এর মাধ্যমে তেহরানের প্রতি কঠোর মার্কিন মনোভাবেরই ইঙ্গিত দিলেন ট্রাম্প। প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার সময় ট্রাম্প বারবার মৌলবাদী ইসলামিক সন্ত্রাসবাদ শব্দগুচ্ছ ব্যবহার করেছেন। গতকাল সোমবার সম্মেলনে ভাষণ দেওয়ার সময় সচেতনভাবেই এই শব্দগুচ্ছ ব্যবহার করেননি তিনি। ট্রাম্প বলেন, সারা বিশ্বে সন্ত্রাসবাদ ছড়িয়ে পড়েছে। কিন্তু শান্তির পথের শুরু হয়েছিল এখান থেকে, এই প্রাচীন মাটি, এই পবিত্র ভূমি থেকে। ৫০ টি মুসলিম দেশের নেতাদের সামনে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘একটি ভালো ভবিষ্যত তখনই সম্ভব যখন আপনাদের জাতি সন্ত্রাসীদের বের করে দেবে। তাদেরকে দূর করে দিন! তাদেরকে দূর করে দিন আপনাদের প্রার্থণাগৃহ থেকে, তাদেরকে দূর করে দিন আপনাদের সমাজ থেকে। তাদেরকে দূর করে দিন আপনাদের পবিত্র ভূমি থেকে এবং তাদেরকে দূর করে দিন এই পৃথিবী থেকে। খবরে বলা হয়, সব দেশকে নিজ নিজ অবস্থান থেকে সন্ত্রাস ও মৌলবাদের বিরুদ্ধে লড়াইয়েরও আহ্বান জানিয়েছেন তিনি। তবে তার এ বক্তব্যে সন্ত্রাসবাদ মোকাবিলায় যুক্তরাষ্ট্রের কাঁধে বোঝা কমানোর ইঙ্গিত রয়েছে। নিজ দেশে ব্যাপক চাপে থাকার মধ্যেই প্রথম বিদেশ সফরে সউদি আরবে অনুষ্ঠিত আরব-ইসলামিক-আমেরিকান শীর্ষ সম্মেলনে যোগ দেন ট্রাম্প। এ সম্মেলনে অংশ নিয়েছেন ৫৭টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান। এ ধরনের বিশ্বে এই প্রথম। রিয়াদে ইসলামের ওপর দেওয়া ভাষণে ট্রাম্প বলেন, পৃথিবী থেকে তাদের (সন্ত্রাসীদের) উপড়ে ফেলা হোক। তার এ ভাষণকে ইসলামি বিশ্ব সম্পর্কে ট্রাম্পের সুর পরিবর্তনের মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে। কারণ নির্বাচনী প্রচারে ও ক্ষমতায় আসার পর ছয় মুসলিম দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি মুসলিম বিশ্বে ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছেন তিনি। ট্রাম্প বলেন, এই যুদ্ধ বর্বর অপরাধী, যারা মানুষের জীবন ধ্বংস করতে চায় এবং নিরপরাধ মানুষ, যারা তা প্রতিরোধ করতে চায় তাদের মধ্যে। তিনি আরো বলেন, চরমপন্থিদের বিরুদ্ধে যুদ্ধ মানে বিভিন্ন বিশ্বাসের মধ্যে যুদ্ধ নয়। এটি ভালো ও মন্দের মধ্যে যুদ্ধ। বিবিসি, রয়টার্স, সিএনএন।



 

Show all comments
  • তানিয়া ২৩ মে, ২০১৭, ১০:৪৬ এএম says : 0
    কয়েক দশক ধরে ইরান নয়, আপনারা বিচ্ছিন্নতাবাদ ও সন্ত্রাসবাদে মদদ জুগিয়ে আসছেন
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ