মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : জলবায়ুর মানুষসৃষ্ট পরিবর্তনের কারণে পৃথিবীর দক্ষিণ মেরু অ্যান্টার্কটিকার বরফ গলছে, এটি কোনও নতুন খবর নয়। নতুন খবর হলো, জলবায়ু পরিবর্তনে বরফ গলতে থাকায় এর বিপরীতে অ্যান্টার্কটিকা সবুজে ছেয়ে যেতে শুরু করেছে। না, অ্যান্টার্কটিকায় কোনও গাছ লাগানো হয়নি কিন্তু! আসলে শ্যাওলায় ছেয়ে যেতে শুরু করেছে ওই অঞ্চল। প্রকৃতি বিয়ষয়ক ওয়েবসাইট ন্যাশনাল জিওগ্রাফির প্রতিবেদন থেকে জানা গেছে, বরফের দেশ খ্যাত ওই হিমবাহ রূপান্তরিত হতে যাচ্ছে এক সবুজ অরণ্যে। দক্ষিণ মেরুর বরফ ছাওয়া ধবল জমিনে দিন দিন বাড়ছে সবুজের ওই বিস্তৃতি। নতুন এক গবেষণার ভিত্তিতে একদল বিজ্ঞানী দাবি করেছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বৈশ্বিক উষ্ণতা বাড়ার কারণেই দক্ষিণ মেরুর হিমেল রাজ্যের পরিবেশ বদলে যাচ্ছে। তাদের মতে, বিশ্ব উষ্ণায়নের প্রভাবে স্থানে স্থানে বরফ গলে বেরিয়ে এসেছে তলার মাটি। আর এ কারণে তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে সবুজ শ্যাওলা গজাচ্ছে। কারেন্ট বায়োলজি নামক বিজ্ঞান সাময়িকীতে প্রকাশিত এই গবেষণা রিপোর্টে বলা হয়েছে, অ্যান্টার্কটিকার প্রায় সব অংশেই এই আবহাওয়াগত পরিবর্তনের বিষয়টি লক্ষ্য করা গেছে। ওয়েবসাইট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।