Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

শ্রীলংকার মন্ত্রিপরিষদে গুরুত্বপূর্ণ রদবদল

| প্রকাশের সময় : ২৩ মে, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : শ্রীলংকার মন্ত্রিপরিষদে গতকাল সোমবার নতুন পররাষ্ট্রমন্ত্রী ও অর্থমন্ত্রীসহ গুরুত্বপূর্ণ বদবদল হয়েছে। প্রেসিডেন্টের দপ্তর জানায়, মন্ত্রিপরিষদের নয় মন্ত্রী ও এক প্রতিমন্ত্রী প্রেসিডেন্ট মইত্রিপালা সিরিসেনা ও প্রধানমন্ত্রী রানিল উইক্রেমিসিংহের সামনে শপথ নিয়েছেন। খবরে আরো বলা হয়, সাবেক পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলা সামারাউয়িরা নতুন অর্থমন্ত্রী হিসেবে এবং সাবেক অর্থমন্ত্রী রাভি কারুনানায়েকে নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নেন। এদিকে নতুন নৌপরিবহন মন্ত্রী হিসেবে মাহিন্দ সামারাসিংহে এবং জ্বালানি সম্পদ মন্ত্রী হিসেবে অর্জুনা রানাতুঙ্গাকে নিয়োগ দেয়া হয়। সাবেক গণমাধ্যম মন্ত্রী গায়ানথা কারুনাতিলাকে নতুন ভূমিমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হয়। উল্লেখ্য, ২০১৫ সালে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর এই প্রথমবারের মতো মন্ত্রিপরিষদে রদবদল করা হলো। সিনহুয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ