Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাকার্তায় ১৪১ জন সমকামী আটক

| প্রকাশের সময় : ২৩ মে, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় সমকামীদের একটি অনুষ্ঠান থেকে ১৪১ জন পুরুষ আটক করেছে পুলিশ। কর্মকর্তারা বলছেন, সেখানে সমকামীদের একটি সেক্স পার্টি চলছিল। সেখানে যারা যোগ দিয়েছিলেন তাদের মধ্যে একজন ব্রিটিশ ও একজন সিঙ্গাপুরের নাগরিক রয়েছে। সে অনুষ্ঠানে যোগ দেবার জন্য সবাই ১৪ ডলার করে দিয়েছিল। জনসংখ্যার দিক থেকে বৃহত্তম মুসলিম রাষ্ট্র ইন্দোনেশিয়ায় সমকামীদের অস্তিত্ব রয়েছে। তাদের অভিযোগ সা¤প্রতিক বছরগুলোতে সমকামীরা নিগ্রহের শিকার হচ্ছে। ইন্দোনেশিয়ার আইন অনুযায়ী সমকামিতা অবৈধ নয়। একমাত্র রক্ষণশীল আচেহ প্রদেশে সমকামিতা অবৈধ। আচেহ প্রদেশে কয়েকদিন আগে দু’জন সমকামীকে ৮৫ বার বেত্রাঘাতের শাস্তি দিয়েছিল। ২০১৪ সালে আচেহ প্রদেশে সমকামিতার বিরুদ্ধে কঠোর আইন করা হয়েছে। জাকার্তা পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, যাদের আটক করা হয়েছে তাদের মধ্যে কিছু ব্যক্তির বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা হবে। ইন্দোনেশিয়ায় পর্নোগ্রাফি আইন বেশ কঠোর। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ