মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : রোহিঙ্গা মুসলমানদের পর এবার সা¤প্রদায়িক হামলার শিকার হলো মিয়ানমারের অন্যান্য সংখ্যালঘুরা। প্রায় ৪০০ সংখ্যালঘু মানুষ (যাদের অধিকাংশ মারা আদিবাসী ও খ্রিস্টান) মিয়ানমার থেকে ভারতের মিজোরামের সৈহা ও নাগাল্যান্ডে পালিয়ে এসেছে। হিন্দুস্তান টাইমস জানায়, গত ১৯ মে মিয়ানমারের চীন ও রাখাইন প্রদেশের সীমান্ত দিয়ে ৩০০ মারা আদিবাসী পালিয়ে ভারতের মিজোরামে প্রবেশ করে। আরাকান সৈন্যদের নৃশংসতা থেকে বাঁচতে তারা ভারতে আসে বলে জানায় আসাম রাইফেলস। সূত্র জানায়, মিয়ানমারের সৈন্যবাহিনী এবং খনি মাফিয়াদের সংঘর্ষ সহিংস রূপ ধারণ করায় আরো ১০০ জনের বেশি সংখ্যালঘু মানুষ সীমান্ত পেরিয়ে নাগাল্যান্ডে প্রবেশ করেছে। মিয়ানমারের সাগাইং প্রদেশের সঙ্গে নাগাল্যান্ডের সীমান্ত। পালিয়ে আসা অধিকাংশ মানুষই খ্রিস্টান। বৌদ্ধ স¤প্রদায়ের নিপীড়নের শিকার হয়েছিলো তারা। মিয়ানমারের চৈন প্রদেশের ৫৩ আদিবাসীদের মধ্যে একটি স¤প্রদায় হচ্ছে মারা। তাদেরকে মিরামও বলা হয়। ২০১২ সালে আরাকানদের সঙ্গে সংঘর্ষের ফলে ২ লাখ রোহিঙ্গা দেশ ছেড়ে পালিয়ে যায়। বাংলাদেশে আয় নেয় অনেকে। চীনের সীমান্তেও মিয়ানমারের সংখ্যালঘু স¤প্রদায়ের মানুষ আশ্রয় নিয়েছে। হিন্দুস্তান টাইমস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।