Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

| প্রকাশের সময় : ২৩ মে, ২০১৭, ১২:০০ এএম

উপদেষ্টা নিয়োগ
ইনকিলাব ডেস্ক : দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইন গতকাল রোববার তার নতুন সরকারের অর্থ ও পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ দিয়েছেন। এছাড়া তিনি সাবেক এক কূটনীতিককে তার প্রধান নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন। টেলিভিশনে এক প্রেস ব্রিফিংকালে তিনি সাবেক উপ-অর্থমন্ত্রী কিম ডং-ইয়েওনকে উপ-প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন। তিনি জাতিসংঘের নীতি বিষয়ক সিনিয়র উপদেষ্টা কাং কিউং ওয়াহাকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন। কাং ২০০৬ সাল থেকে জাতিসংঘে কাজ করছেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে মুন চাং ইউই-ইয়োংকে নিয়োগ দিয়েছেন। এএফপি।

কমবে খরা ও তাপ
ইনকিলাব ডেস্ক : চীনের উত্তরাঞ্চলে আগামী তিন দিনে আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর ফলে এই অঞ্চলের খরা ও তাপদাহ কমে আসবে। গতকাল রোববার জাতীয় আবহাওয়া কেন্দ্রের (এনএমসি) পূর্বাভাসে এ কথা বলা হয়েছে। ইনার মঙ্গোলিয়া, উত্তর ও উত্তর-পূর্ব চীন এবং হুয়াংহুয়ের কিছু এলাকায় আজ সোমবার মাঝারি থেকে হালকা বৃষ্টিপাত হতে পারে। এসব এলাকার কোন কোন অংশে ভারী বৃষ্টিপাতও হতে পারে। উত্তর চীনের খরা পীড়িত এসব অঞ্চলে বৃষ্টিপাত জনগনের দুর্ভোগ অনেকাংশে কমিয়ে আনবে। সিনহুয়া।

বিমান-ট্রাক সংঘর্ষ
ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রে লস অ্যাঞ্জেলেস বিমানবন্দরের ট্যাক্সিওয়েতে একটি বাণিজ্যিক যাত্রীবাহী বিমানের সঙ্গে একটি সরবরাহ ট্রাকের সংঘর্ষে আট জন আহত হয়েছে। দেশটির কর্তৃপক্ষ একথা জানিয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যম সিটি নিউজ সার্ভিস জানিয়েছে, গত শনিবার স্থানীয় সময় দুপুর আড়াইটার আগে এরোমেক্সিকো ফ্লাইট ৬৪২ বিমানটি অবতরণ করার পর রানওয়ে ২৫ রাইটের কাছে ওই ট্যাক্সিওয়েতে এই দুর্ঘটনা ঘটে। বিমানটি মেক্সিকো সিটি থেকে আসছিল। সিনহুয়া।

প্রচ্ছদ চুরির অভিযোগ
ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের রম্য ম্যাগাজিন ম্যাড দাবি করেছে, প্রখ্যাত ম্যাগাজিন টাইমের প্রকাশিতব্য সংখ্যার প্রচ্ছদের ধারণা চুরি করা হয়েছে তাদেরই আগের এক প্রচ্ছদ থেকে। আগামী ২৯ মে প্রকাশিত হতে যাওয়া টাইমের প্রচ্ছদে দেখা যায়, মস্কোতে অবস্থিত হোয়াইট হাউজের ওপর বিশালকৃতির গম্বুজ গজিয়েছে। হোয়াইট হাউজের ছবির সঙ্গে রেড স্কয়ারের সেন্ট বাসিল’স ক্যাথেড্রালের ছবি মিশিয়ে এই প্রচ্ছদ তৈরি করা হয়। মূলত ট্রাম্প-রাশিয়া যোগসাজশ নিয়েই এই প্রচ্ছদ করা হয়েছে। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ